#Trump
Автор: sky larn
Загружено: 2020-12-14
Просмотров: 34
Описание:
মার্কিন সামরিক বাজেট বিলে ট্রাম্পের ভেটোর হুমকি
মার্কিন সামরিক বাজেট বিলে ভেটো দেওয়ার হুমকি দিলেন ডনাল্ড ট্রাম্প। রবিবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রাম্প টুইট করে এ কথা জানিয়েছেন। তবে ট্রাম্পের ভেটোও এই বিল আটকাতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত সপ্তাহের শেষে মার্কিন কংগ্রেসে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয় এ বারের সামরিক বাজেট বিল। সংসদের দুই কক্ষেই তা পাস হয়ে গেছে। রবিবার ট্রাম্প জানান, সংসদে বিল পাস হলেও তিনি প্রেসিডেন্টের বিশেষ ভেটো প্রয়োগ করবেন বিলটির বিরুদ্ধে। যদিও কেন তিনি ভেটো প্রয়োগ করতে চান, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ দেখাননি ট্রাম্প। বলেছেন, এই বিল পাস হলে চীনের সুবিধা হবে। কেন হবে, বলেননি তিনি।
আগামী ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করতে হবে ট্রাম্পকে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে সামরিক বাজেট বিলে ভেটো দিয়ে আরও একবার নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্প ভেটো দিলেও তা গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, মার্কিন কংগ্রেসে দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটে পাস হয়েছে সামরিক বাজেট বিল। মার্কিন সংবিধানে একে বলা হয় সুপার মেজরিটি। এই পরিমাণ মেজরিটি থাকলে প্রেসিডেন্টের ভেটো কাজ করে না।
সেনেটে বিলটি ৮৪-১৩ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। অন্যদিকে কংগ্রেসে ৩৩৫-৭৮ ভোটে পাস হয় বিলটি। অর্থাৎ, দুই-তৃতীংশেরও বেশি ভোটে পাস হয়েছে বিলটি। এই বিলে সামরিক কর্মীদের বেতনবৃদ্ধির কথা বলা হয়েছে। এ বছরের জন্য ৭৪০ বিলিয়ন ডলারের সামরিক বাজেট করা হয়েছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্প এই বিলে ভেটো দিতে চাইছেন কারণ, এখানে জার্মানি থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনার বিষয়ে কিছু বলা হয়নি। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়েও কোনো কথা নেই। সামরিক বাজেট বিলে এ সব কথা থাকার কথাও নয়। কিন্তু ট্রাম্প চেয়েছিলেন এই বিষয়গুলো বিলে থাকবে। ট্রাম্পের অভিযোগ, গুগল, ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক তার বিরুদ্ধে। ফলে সোশ্যাল নেটওয়ার্ককে চাপে রাখতে বিশেষ আইন তৈরি করতে চান তিনি। কিন্তু সংসদ তার সেই বক্তব্য সমর্থন করেনি।
সূত্র: ডয়চে ভেলে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: