সিলেট শহরে বন্যা। আমার বাসায় পানি উঠে গেছে কোমড় পর্যন্ত। flood in Sylhet city.
Автор: কেফায়েত আহমেদ
Загружено: 2023-06-14
Просмотров: 25
Описание:
সিলেট শহরে বন্যা। আমার বাসায় পানি উঠে গেছে কোমড় পর্যন্ত। flood in Sylhet city. প্রতিবছরই সিলেট শহরে বন্যা হয়। বন্যার পানিতে প্রতিবছর তলিয়ে যায় সিলেট শহরের অনেক বাড়ি ঘর। এবছর মানে ২০২৩ এ আমাদের বাসায় প্রচুর পরিমাণে পানি উঠেছে, আমাদের অনেকটি রুমেই পানি উঠেছে। বর্তমান সাধারণ বৃষ্টি হলেই সিলেট শহরে পানি উঠে যায়, তলিয়ে যায় শহরের শত শত ঘর বাড়ি। আমাদের দেশে সামান্য বৃষ্টিপাতেই বন্যা হওয়ার প্রধান কারণই হল নদী নালা গুলো ধংশ হয়ে যাওয়া, বর্তমানে আমাদের দেশের নদী গুলো তার ধারণ ক্ষমতা হারিয়েছে, যার অল্প বৃষ্টিতেই পানি হয়। আমাদের দেশকে বন্যার পানি থেকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের নদী নালা গুলোকে খনন করতে হবে,পানি প্রবাহ ঠিক করতে হবে, তাহলে আমরা বন্যার পানি থেকে মুক্তি পাব। প্রতিবছর আমাদের দেশে বন্যার পানিতে ভেসে যায় কোটি কোটি টাকার ফসলি জমি, সুতরাং বন্যা আমাদের নদী খননের মাধ্যমে অবশ্যই রুখতে হবে।
কেফায়েত আহমেদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: