আলু ক্ষেতে ৩য় স্প্রে কি কি দিবেন|৪০-৪৫ দিন বয়সে আলু গাছে কি স্প্রে করবেন।
Автор: Agriculture Knowledge
Загружено: 2025-01-02
Просмотров: 78
Описание:
#আলু_গাছে_৩য়_স্প্রে_কি_কি_দিবেন।
#আলু গাছে ৩য় স্প্রে ৪০-৪৫ দিন বয়সে।
#ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশক যেমন:
#ইন্ডোফিল এম -৪৫
#ডাইথেন এম-৪৫
যে কোন একটি প্রতিলিটার পানিতে ২ গ্রাম। সাথে
#প্রোপিনেব গ্রুপের ছত্রাকনাশক:যেমন
#এনট্রাকল
প্রতিলিটার পানিতে ২ গ্রাম। সাথে
#ডাইমেথয়েট গ্রুপের কীটনাশক যেমন
#টাফগর ৪০ ইসি
প্রতিলিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
নোট: ( ম্যানকোজেব ২ গ্রাম + প্রোপিনেব ২ গ্রাম + ডাইমেথয়েট২ গ্রাম ) এই তিনটি এক সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিবেন।
এর ঠিক ৭ দিন পরে প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম বোরন + এবামেকটিন (১.৮ ইসি) প্রতিলিটার পানিতে ১.২মিলি +চিলেটেড জিংক,স্প্রে করবেন।দেখবেন আলু গাছে দেখতে অনেক সুন্দর হবে,এবং দাদ রোগ হবেনা।
মোঃ সোহাগ ইসলাম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
Agriculture knowledge
#everyone #highlights #আলু
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: