কেন নিজের মেয়ে সন্তানকে আড়ালে রেখেছেন নিলয় আলমগীর? সামনে এলো তার গোপন সত্য!Niloy Alamgir,Heme Natok
Автор: Ria.infohunter
Загружено: 2025-06-28
Просмотров: 4891
Описание:
কেন নিজের সন্তানকে আড়ালে রেখেচিলেন অভিনেতা নীলয় আলমগীর ।
এবার প্রকাশ্যে এলো তার মেয়ে সন্তানের সত্যতা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ।২০১৬ সালে তিনি জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর সংসার পেতেছিলেন তারা। কিন্তু সেই সংসার টিকেছিল মাত্র কয়েক মাস। ২০১৭ সালে ডিভোর্স হয় শখ-নিলয়ের।
বিয়ে করলেন মডেল-অভিনেতা নিলয় আলমগীর। তার স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম। এক মাস আগে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নিলয় আলমগীর।
নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম ঢাকার হোম ইকোনমিকস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ অভিনেতা বলেন—‘গত ৭ জুলাই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। তাও বিয়ের এক মাস পেরিয়ে গেছে।’
বিয়ের খবর এতদিন গোপন রাখার কারণ ব্যাখ্যা করে নিলয় আলমগীর বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছিল। এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি, তাই কাউকে জানাইনি। আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে বিয়ের অনুষ্ঠান করেছি।’
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয়ের সাথে একটি শিশু সন্তানের বিভিন্ন সময়ের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
এ নিয়ে অনেকেই মতামত প্রকাশ করেছেন ।কেউ বাসবলছেন এটা নিলয়েরই সন্তান যাকে তিনি এতোদিন আড়ালে রেখেছেন নিজের ক্যারিয়ার এর কথা ভেবে।
অথচ এই সন্তানটি শখের নাকি অন্য কারো সেটা নিয়ে রয়েছে ধৌয়াশা।
যদিও এই পুরো খবরটিরই নিশ্চিত কোন প্রমান পাওয়া যায় নি।
শখ আর হৃদি ছাড়াও নিলয়ের নাম তার সহ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির সাথে অনেক বেশি জুড়তে দেখা যায়।
উল্লেখ্য নিলয় আলমগীর এখন তার ক্যারিয়আরের সোনালি শিখরে অবস্থান করছেন।নেট দুনিয়ায় তার কাজ অনেক ট্রেন্ডে থাকে।
#niloyalamgir
#hemeniloy
#jannatulsumaiyaheme
#banglanatok
#niloynatok
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: