রাসূল (সাঃ) এর প্রতি শ্রদ্ধা || Obaydul sir ||
Автор: islam_TV_34
Загружено: 2024-08-01
Просмотров: 37
Описание:
#foryou #islam #islamic
১৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের মধ্যে কেউ মু'মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তাঁর পিতা, মাতা, ছেলেমেয়ে এবং অন্যান্য সব মানুষের চেয়ে অধিকতর প্রিয় হবো।" -বুখারী, মুসলিম
ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের অর্থ হলোঃ একজন মানুষ প্রকৃত অর্থে কেবলমাত্র তখনই মু'মিন হতে পারে, যখন রাসূল ও তাঁর আনীত দ্বীনের প্রতি তার আকর্ষণ ও ভালোবাসা অন্য যাবতীয় পার্থিব বস্তুর আকর্ষণ ও ভালোবাসার চেয়ে জোরদার ও শক্তিশালী হবে। বাবা, মা ও সন্তানের প্রতি ভালোবাসা মানুষকে একদিকে নিয়ে যেতে চায়। আর রাসূলের ভালোবাসা তাকে অপর দিকে নিয়ে যেতে চায়। এ অবস্থায় মানুষ যখন সবকিছু বাদ দিয়ে আল্লাহর রাসূলের পথে চলতে শুরু করে তখনই বুঝতে হবে সে পূর্ণ মু'মিন ও প্রকৃত রাসূল প্রেমিকে পরিণত হয়েছে। ইসলামের পতাকাতলে এ ধরনের মর্দে মু'মিনেরই প্রয়োজন এবং এ ধরনের জানবাজ সিপাহীরাই দুনিয়ার ইতিহাস পাল্টে দিতে সক্ষম। দুর্বল ও অপূর্ণ ঈমান পিতা-মাতা, ভাই-বোন ও স্ত্রী-পুত্র পরিজনের ভালোবাসা ছিন্ন করে মানুষকে আল্লাহর পথে চালাতে পারে না।
রাসূল (সাঃ) এর প্রতি শ্রদ্ধা || Obaydul sir ||
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: