কোলকাতা থেকে কাকদ্বীপ অন্যতম SUPER FAST বাস🙏🔥 দুর্দান্ত driving skills 🫡most thrilling Bus journey 🔥
Автор: WEST BENGAL BUS ROUTES UPDATE ( WBBRU )
Загружено: 2024-03-16
Просмотров: 32432
Описание:
কোলকাতা থেকে কাকদ্বীপ অব্দি অনেক বাস সার্ভিস দিয়ে থাকে । কিন্তু কিছু বাস আছে যেগুলি অনেক অনেক বছর ধরে এই রুটে অন্যান্য বাস এর তুলনায় খুবই অল্প সময়ে সুস্থ ভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে অনেক ভরসাযোগ্য এবং জনপ্রিয় হয়ে উঠেছে । তার মধ্যে অন্যতম ভরসাযোগ্য এবং জনপ্রিয় বাস হলো Bhagyalaxmi পরিবহন । বিগত ১৬ বছর ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোলকাতা - কাকদ্বীপ রুটের যাত্রীদের পরিষেবা দিয়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যাত্রীদের কাছে এই বাস । অনেকদিন থেকেই এই বাস এর সমন্ধে শুনে আসছি । অবশেষে এই বাসে পুরো রুট কভার করে খুবই দারুন একটা অভিজ্ঞতা হলো ❤️
এই বাস এর সময়সূচি হলো -
গঙ্গাধরপুর - সকাল ৭ টা
কাকদ্বীপ - সকাল ৭.২০
ডায়মন্ড হারবার - সকাল ৮.২০
রিটার্ন ট্রিপ -
ধর্মতলা বাস টার্মিনাল- বিকেল ৩ টে
PH নম্বর - 8145962377
NOTE - এই বাস এর ফুল রুট -( গাঙ্গাধরপুর - কোলকাতা ) রিটার্ন ট্রিপ এ বাসটি কাকদ্বীপ এই তার যাত্রা শেষ করে । পরের দিন সকালে গঙ্গাধরপূর গিয়ে আবার তার পরবর্তী ট্রিপ শুরু করে কোলকাতার উদ্দেশ্যে ।
ধর্মতলা বাস টার্মনালের কিছু সমস্যার জন্য বাসটি রিটার্ন ট্রিপ অর্থাৎ (কোলকাতা - কাকদ্বীপ) ফেরার পথে কিছুদিন নির্দিষ্ট সময়ের অনেক টা আগে ছেড়ে যাচ্ছে। আপনারা রাইড নেওয়ার আগে ওপরে দেওয়া নম্বর এ কল করে ওইদিনের সময় জেনে নেবেন ।
_________________ধন্যবাদ 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: