দৃষ্টিনন্দন নির্মাণশলী আফতাবগঞ্জ জামে মসজিদ | Aftabgonj Mosque | Dinajpur | ঐতিহাসিক মসজিদ।
Автор: Friends Adda. ME
Загружено: 2022-07-25
Просмотров: 378
Описание:
#Aftabgonj_Mosque #Dinajpur #Mosque_of_Shopnopuri
দিনাজপুরের আফতাবগঞ্জ জামে মসজিদ। শিল্পীর নিপুণ শৈলীতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন,নান্দনিক কারুকার্য আর নয়নাভিরাম মসজিদটি। দূর থেকে দেখলে মনে হবে যেন তাজমহল বা রাজপ্রাসাদ । অপরুপ সৌন্দর্য আর চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এ মসজিদ ছড়াচ্ছে আলোর দিশারী ।
এলাকাটার একসময়ের নাম চাঁন্দের হাট। এখন আফতাবগঞ্জ। মসজিদ তৈরির কাজটা চলছে ব্যক্তিগত উদ্যোগে। উত্তরাঞ্চলের বিনোদনকেন্দ্র 'স্বপ্নপুরী'র মালিকদের একজন দেলোয়ার হোসেন এই মসজিদটি তৈরি করছেন।
জগতবিখ্যাত মোগল স্থাপত্য তাজমহলের আকৃতির ছাপ আছে এই মসজিদ তৈরিতে। ২০১৫ সালে এই মসজিদের নিমার্ণ কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজ শেষ না হলেও প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করচ্ছেন মুসল্লিরা। আর মসজিদটি দেখতে আশেপাশের জেলা থেকে প্রতিদিন আসছেন অসংখ্য দর্শনার্থী।
নির্মাণউদ্যোক্তারা জানিয়েছেন, ১০ হাজার বর্গফুট আয়তনের চারতলা এই মসজিদে মূল গম্বুজ ৭টি। উচু মিনা্র রয়েছে চারটি, এই মিনারগুলোর উচ্চতা ৯৭ ফুট করে। মসজিদের কারুকাজে ব্যবহার হচ্ছে মার্বেল পাথর, গ্রানাইট আর কাঠ। এসব আনা হয়েছে ভারত, চীন, ইতালিসহ নানা দেশ থেকে।
বিশাল আয়তনের মসজিদটির নির্মাণ ব্যয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর সম্পূর্ণ অর্থ ব্যক্তিগত তহমিল থেকে মেটানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৫ সাল নাগাদ পূণাঙ্গরুপ পাবে এই মসজিদ। আর তখন প্রায় ৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে আফতাবগঞ্জ মসজিদে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: