WHY ARE SHIPS PAINTED RED BELOW THE WATERLINE? জাহাজের নিচে কেন লাল রং করা হয়? জেনে নিন।
Автор: জেনে রাখি
Загружено: 2023-05-05
Просмотров: 399
Описание:
JAHAJER NICHE KENO LAL RONG KORA HOY? জাহাজের নিচে কেন লাল রং করা হয়?
এই ভিডিওতে AI VOICE ব্যবহার করা হয়েছে।এই ভিডিও এর তথ্য সম্পর্কে নিচে ধারণা দেয়া হলোঃ
আপনি কি জানেন যে উড়োজাহাজের রং কেন শুধুমাত্র সাদা হয় এবং বড় বড় জাহাজের নিচে কেন লাল রং করা হয়? না জেনে থাকলে এই ভিডিও এর মাধ্যমে জেনে নিন। প্রথমে আসি উড়োজাহাজের রং কেন সাদা হয়। উড়জাহাজ সাদা হওয়ার অনেকগুলো কারন রেয়েছে কিন্ত প্রধান কারনটি অবাক করার মত। কারন হচ্ছে সবগুলো রং এর থেকে সাদা রং এর দাম কম তাই উড়জাহাজ এ সাদা রং করা হয়। এছাড়া সাদা রং সবচেয়ে পাতলা তাই সাদা রং ব্যবহার হয়। আরেকটি প্রধান কারন হচ্ছে সাদা রং সূর্যের আলো প্রতিফলিত করে অন্যদিকে অন্য রং আলো শোষণ করে তাই উড়োজাহাজ যেন বেশি গরম না হয় তাই সাদা রং ব্যবহার করা হয়। এবার আসি বড় বড় জাহাজের নিচে লাল রং কেন করা হয়। দেখতে লাল রং হলেও এটি আসলে লাল রং নয়। এটি কপার অক্সাইড রং যেটি জাহাজের নিচে লাগানোর পর মনে হয় লাল রং করা হয়েছে। এই রনহ লাগানোর কারন হচ্ছে সবসময় পানিতে থাকার কারনে জাহাজের নিচে বিভিন্ন সামুদ্রিক শৈবাল বাসা বাঁধতে শুরু করে ফলে জাহাজ প্রয়োজনের চেয়ে বেশি ভারি হতে শুরু করে। তাই কিছুদিন পর পর জাহাজ পরিষ্কার করানোর দরকার হতো যেটি করতে অনেক সময় এবং টাকা দুটোই প্রয়োজন ছিল আবার এইসব পরিষ্কার করার কারণে বন্দর এ আবর্জনার পরিমাণ বেড়ে যেত তাই অনেক বন্দর শ্যাওলা পরিষ্কার এ নিষেধাজ্ঞা দেয় ফলে গবেষণা করার পর দেখা গেল কপার অক্সাইড পেইন্ট বা কপার কোটিং করা হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর যেহেতু এই কপার অক্সাইড লাল বর্ণের তাই মনে হয় জাহাজের নিচে লাল রং করা হয়েছে । তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও । ভিডিও ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন এবং সাব স্ক্রাইব করুন । ধন্যবাদ।
#তথ্য #জাহাজ #উড়োজাহাজ#জেনেনিন#রহস্য
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট, বই, জার্নাল, ম্যাগাজিন, জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম এবং প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: