সীতাকুণ্ড ইকো-পার্ক অভিযান, সাথে দুইটি ঝর্ণা _! সুপ্তধারা,সহস্রধারা ঝর্ণা |Holiday Explorers|Vlog 03
Автор: Holiday Explorers
Загружено: 2023-01-15
Просмотров: 1217
Описание:
বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড,
ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এ ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনটির অবস্থান।
মূল ফটক পেরিয়ে একটু এগোলেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ। কবি এসেছিলেন পাহাড়ের এ জনপদে। এরই বিস্তারিত লেখা আছে স্তম্ভটির পাশে সাঁটানো সাইনবোর্ডে। এর কিছুদূর এগোলে মানচিত্রে পার্কটির দর্শনীয় স্থান নির্দেশিত রয়েছে।
সেখানে নির্দেশিত পথ ধরে দেড় কিলোমিটার এগোলে সুপ্তধারা ঝর্ণার সাইনবোর্ড ‘সুপ্তধারা ঘুমিয়ে পড়ি জেগে উঠি বরষায়’। এরপর প্রায় এক কিলোমিটার পাহাড়ি ট্রেইল পেরিয়ে দেখা পাওয়া যায় ‘সুপ্তধারা’ ঝর্ণার। আবার এক কিলোমিটার পর্যন্ত গেলে চোখে পড়বে সহস্রধারা ঝর্ণার সাইনবোর্ড। এই এক কিলোমিটার পথে রয়েছে পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিম চত্বর। সেখান থেকে দূরের সমুদ্রের রূপ চোখে পড়বে। সহস্রধারা ঝর্ণা দেখে এসে বোটানিকাল গার্ডেনের উত্তরে গেলে চোখে পড়বে পাহাড় আর পাহাড়। সহস্র ধারা ও সুপ্তধারা ঝর্ণা থেকে বহমান জলকে কৃত্রিম বাঁধ তৈরির মাধ্যমে গড়ে তোলা হয়েছে কৃত্রিম হ্রদ।
এ পার্কটির মূল আকর্ষণ চন্দ্রনাথ মন্দির। টিকেট কাউন্টার থেকে মন্দির পর্যন্ত ৫ কিলোমিটারের পথ পায়ে হেঁটে অথবা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। মন্দিরের নিচে থেকে পাহাড়ি পথে খাড়া সিঁড়ি বেয়ে উঠলে দেখা মিলবে মন্দিরের। সনাতন ধর্মাবলম্বীরা পূজায় মগ্ন থাকেন এখানে। ফাল্গুনে শিবসংক্রান্তি পূজার সময় দেশ বিদেশের বৈষ্ণব-বৈষ্ণবীদের কীর্তনে মুখর হয়ে ওঠে পুরো চন্দ্রনাথ ।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের উৎসাহ দিতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ।
FOLLOW US ON SOCIAL MEDIA:
Md.Mahfujur Rahman(Shovon) Personal:
👉👉 / dons.eye
RELATED TAGS & KEYWORDS:
বাংলাদেশে কয়টি ইকো পার্ক আছে,
সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া,
এশিয়ার বৃহত্তম ইকোপার্ক কোনটি,
সীতাকুণ্ড দর্শনীয় স্থান,
বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন,
Mohamaya eco park,
চন্দ্রনাথ পাহাড় কত মিটার,
সীতাকুন্ড থাকার জায়গা,সুপ্তধারা ঝর্ণা যাওয়ার উপায়,
সহস্রধারা ঝর্ণা ২,
সুপ্তধারা সহস্রধারা,
সীতাকুণ্ড ঝর্ণা,
খৈয়াছড়া ঝর্ণা,
নাপিত্তাছড়া ঝর্ণা,
চট্টগ্রামের ঝর্ণা,
পন্থিছিলা ঝর্ণা,সহস্রধারা ঝর্ণা সীতাকুণ্ড,
সহস্রধারা ঝর্ণা 2,
সহস্রধারা ঝর্ণা লোকেশন,
সহস্রধারা ঝর্ণা যাওয়ার উপায়,
সহস্রধারা ঝর্ণা ২ যাওয়ার উপায়,
সহস্রধারা লেক,
খৈয়াছড়া ঝর্ণা মৃত্যু,
সহস্রধারা ক্যাম্পিং,Botanical Garden and Eco-Park, Sitakunda, Sitakunda Upazila, Sitakunda,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: