বক্তব্যের শুরুতে কেন যিশুখ্রিষ্টের নাম নেওয়া হয় না? | ড. জাকির নায়েকের অবিশ্বাস্য উত্তর!
Автор: Steps of Sirat
Загружено: 2025-10-25
Просмотров: 869
Описание:
বক্তব্যের শুরুতে কেন যিশুখ্রিষ্টের নাম নেওয়া হয় না? | ড. জাকির নায়েকের অবিশ্বাস্য উত্তর!
অনেকে প্রশ্ন করেন — আমরা বক্তব্যের শুরুতে কেন শুধু আল্লাহর নাম নেই এবং মুহাম্মদ ﷺ এর নাম নেই, কিন্তু যিশুখ্রিষ্ট বা অন্য কোনো নবীর নাম নেই কেন?
এই প্রশ্নের চমৎকার যুক্তিনির্ভর উত্তর দিয়েছেন বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ড. জাকির নায়েক (Dr. Zakir Naik)।
তিনি বলেন, কুরআনে প্রায় ২৫ জন নবীর নাম উল্লেখ আছে, কিন্তু প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়।
তাছাড়া, ইসলাম ধর্মে মুহাম্মদ ﷺ হলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, তাঁর শিক্ষা আজও প্রযোজ্য এবং আমরা তাঁর অনুসারী।
এই কারণেই আমরা বক্তৃতা বা কাজের শুরুতে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ ﷺ এর নাম নেই, অন্য কোনো নবীর নয়।
কারণ তিনি সেই নবী, যাঁর শিক্ষা এখনো আমাদের জীবনের দিশা দেয় এবং আল্লাহর বাণীর শেষ বার্তা পৌঁছে দিয়েছেন মানবজাতির কাছে।
🎬 ভিডিওতে ড. জাকির নায়েক যুক্তি ও কুরআনের আলোকে এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন।
পুরোটা শুনলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।
#drzakirnaik #islamicshorts #muhammadsaw #jesus #islam #quran #bismillah #islamicspeech #zakirnaikbangla #prophetmuhammad
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: