যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
Автор: ATN TIMES
Загружено: 2021-06-13
Просмотров: 24
Описание:
।। তামান্না ফারজানা, যশোর ।।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের
রেডজোনে দু’জন ও ইয়োলোজোনে একজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোর শহরতলির ঝুমঝুমপুর
এলাকার বাসিন্দা মোঃ মাসুদেও মেয়ে ১৪ বছর বয়সী সুমি খাতুন , শার্শা উপজেলার রঘুনাথপুর
গ্রামের বাসিন্দা ৭০ বছরের রফিউদ্দীন ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা
অমিদুল ইসলামের ছেলে ৪৮ বছর বয়সী মকছেদুল ইসলাম ।
তিনি আরও জানান, ১০ জুন রফিউদ্দীন করোনা ওয়ার্ডের রেড জোনে ও সুমি হাসপাতালের ইয়েলো
জোনে ভর্তি হন। পরের দিন ১১ জুন তাদের শনাক্ত হয় করোনা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার
তাদের মৃত্যু হয়। অপরদিকে, ১১ জুন করোনা উপসর্গ নিয়ে মকসেদুল ইসলাম হাসপাতালের রেড জোনে
ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা
আট হাজার ৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬শ ৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৫ জনের।
atntimes.com
twitter.com/TimesAtn
facebook.com/atntimes
#atntimes #atn_times #atnbangla #atnnews #atn_bangla_news #atn
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: