নামাজ ধ্যান - Prayer Meditation - সম্পূর্ণ বাংলাতে নামাজ পাঠ - ইমন হাশমি
Автор: Mysterious Studio
Загружено: 2023-08-11
Просмотров: 22102
Описание:
#নামাজ_ধ্যান #বাংলাতে_নামাজ #ধ্যান
*** ভিডিওর বিষয়বস্তু ***
0:00 - ভৃমিকা
0:11 - নামায ধ্যান
11:17 - ধ্যান বিষয়ে আলোচনা
আধ্যাত্মিকতার চরম স্থরের ধ্যান, নামাজ ধ্যানে আপনাকে স্বাগতম।
আমি ইমন হাশমি আনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি।
চলুন নামাজে দ্বারাই।
নাক দিয়ে বুকভরে লম্বা দম নিন,
এবং মুখ দিয়ে দমটি ছাড়ুন।
এবার
মনে মনে ভাবুন #আল্লাহ আপনার সামনে আসনে বসে আছেন এবং আল্লাহ আপনাকে দেখছেন।
আমি আল্লা-হ্’র উদ্দেশ্যে ক্কেবলা মুখী হয়ে,
২ র’কাত নামাজ পড়ার নিয়াত করলাম,
*************************
#তাকবিরে_তাহরিমা :
আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ঠ।
**********************
#সানা :
হে আল্লাহ ! তুমি পাক্,তোমারই জন্য সমস্ত্ প্রশংসা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ,তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই ।
***************
#তাআউয ( #আউযুবিল্লাহ ) :
বিতারিত শয়তান হতে,আল্লাহ তা’য়ালার আশ্রয় প্রার্থনা করছি ।
*******************
#সুরা_ফাতিহা :
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।
যাবতীয় প্রশংশা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
যিনি নিতান্ত্ মেহেরবান ও দয়ালু।
যিনি বিচার দিনের মালিক।
আমরা শুধুমাত্র তোমারই #ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
আমাদের সরল পথ দেখাও,
তাদের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে।
***************************
#সূরা_কাওসার :
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ঠ।
#রুকুর_তাসবীহ্ :
আমার মহান প্রভু পবিত্র।
*****************************
#রুকু_হইতে_উঠিবার_তাসবিহ্
যে আল্লাহর প্রশংশা করে,আল্লাহ তা শোনেন।
******************************
#রুকু_হইতে_উঠে_সোজা_হয়ে_দাড়িয়ে_পড়ার_তাসবিহ্
হে আমাদের রব ! তোমার জন্যই সকল প্রশংসা।
******************************
আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ঠ।
#সিজদার_তাসবিহ্
আমার সর্বোচ্চ প্রতিপালকের প্রশংসা করছি।
আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ঠ।
• সিজদার তাসবিহ্
আমার সর্বোচ্চ প্রতিপালকের প্রশংসা করছি।
আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ঠ।
************************************
• সুরা ফাতিহা :
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।
যাবতীয় প্রশংশা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
যিনি নিতান্ত্ মেহেরবান ও দয়ালু।
যিনি বিচার দিনের মালিক।
আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
আমাদের সরল পথ দেখাও,
তাদের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে।
********************************
#সূরা_নাস :
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
মানুষের অধিপতির,
মানুষের মা’বুদের
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
************************************
************************************
#তাশাহ্হুদ #আত্তাহিয়্যাতু :
সমস্ত্ তা’যীম,সমস্ত্ ভক্তি,নামায,সমস্ত্ পবিত্র ইবাদত বন্দেগী আল্লাহর জন্য্,আল্লাহর উদ্দেশ্যে,
হে নবী! আপনাকে সালাম এবং আপনার উপর আল্লাহর অসীম রহমত ও বরকত
আমাদের জন্য এবং আল্লাহর নেক বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ন হোক।
আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নাই এবং মোহাম্মদ (দঃ) আল্লাহর বান্দা ও রাসুল ।
#দরুদ_শরীফ
হে আল্লাহ্! হযরত মোহাম্মদ (দঃ) এবং মোহাম্মদ (দঃ)-এর আওলাদগনের উপর তোমার খাস রহমত নাযিল কর,যেমন ইবরাহীম (আঃ) এবং ইবরাহীম (আঃ)-এর আওলাদগনের তোমার উপর খাস্ রহমত নাযিল করেছ,নিশ্চয়ই তুমি প্রসংশার যোগ্য এবং সর্বোচ্চ্ সম্মানের অধিকারী।
হে আল্লাহ্! হযরত মোহাম্মদ (দঃ) এবং মোহাম্মদ (দঃ)-এর আওলাদগনের উপর তোমার খাস বরকত নাযিল কর,যেমন ইবরাহীম (আঃ) এবং ইবরাহীম (আঃ)-এর আওলাদগনের তোমার উপর খাস্ বরকত নাযিল করেছ,নিশ্চয়ই তুমি প্রসংশার যোগ্য এবং সর্বোচ্চ্ সম্মানের অধিকারী
#দোয়া_মাছুরা :
হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশী যুলুম করেছি, আর তুমি ছাড়া আমার গুনাসমুহ আর কেহই মাফ করতে পারে না; সুতরাং তুমি তোমার নিজ গুনে আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি রহম কর। তুমিতো মার্জনাকারী ও দয়ালু।
"আপনার উপর শান্তি বর্ষিত হোক"
#দোয়া :
হে আমার প্রতিপালক, তুমি যাদেরকে সুস্থতা দান করেছ তাদের জন্য আমি কৃতজ্ঞ, শোকরগোজার।
যারা এখনো অসুস্থ আছে প্রভূ হে, তাদেরকে ক্ষমা করে তুমি তাদেরকে সুস্থ করে দাও।
প্রভূ হে, তুমি আমার মন ও মস্তিষ্ককে সবসময়ের জন্য তোমার নিয়ন্ত্রণে রেখে দাও।
প্রভূ হে, তুমি আমাকে শয়তানের কুমন্ত্রণা এবং জালেমদের জুলুম থেকে রক্ষা করো।
প্রভূ হে, তুমি আমাকে প্রজ্ঞা দান করো, যাতে করে আমি তোমার জ্ঞানে গুণান্বিত হতে পারি।
হে আমার প্রতিপালক, আমি তোমার মাঝে সমর্পিত,
তুমি আমাকে দয়া করে ক্ষমা করে কবুল করে নাও,
তুমি আমাকে ক্ষমা করে কবুল করে নাও,
তুমি আমাকে ক্ষমা করে কবুল করে নাও।
প্রিয় #সাধক - #সাধিকা,
আপনাকে অভিনন্দন।
আপনার নামাজ ধ্যানটি সফল হয়েছে।
#Islamic_binaural_tones
#Islamic_Meditation
#ইসলামিক_মেডিটেশন
#ইসলামিক_ধ্যান
#Sufi_Meditation
#সুফি_মেডিটেশন
#সুফি_ধ্যান
#ধ্যান
#meditation
#মারেফত
#সূফীবাদ
#সুফিবাদ
#sufi
#Sufism
#Sufi_teachings
#babajahangir
#বাবা_জাহাঙ্গীর
#baba_jahangir
#baba_jahangir_ba_iman_al_sureswari
-------------------------------------------------------------
Voice by ↪ Emon Hasmi
-------------------------------------------------------------
ধন্যবাদ, 🙏
সঙ্গে থাকুন। 💙
#mysteriousstudio
#FacebookPage: ⤵
/ mysterious-studio-104879605158676
#EmonHasmi: ⤵
/ son.of.the.creator
#মুরাকাবা #গুপ্ত_আমল #দয়াল_বাবা_জাহাঙ্গীর
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: