কবিতা এই বধ্যভূমি একদিন স্বদেশ ছিলো। কবি আব্দুল হাই শিকদার। আবৃত্তি সুমন মালিক।কবিতা
Автор: কবিতার আকাশ
Загружено: 2024-09-18
Просмотров: 116
Описание:
কবিতা এই বধ্যভূমি একদিন আমার স্বদেশ ছিলো। কবি আব্দুর হাই শিকদার। আবৃত্তি সুমন মালিক।কবিতা
এই বধ্যভূমি একদিন স্বদেশ ছিলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
জটিল অস্ত্রপচারের জন্য অপারেশন থিয়েটারে,
জীবন ও মৃত্যুর বোঝাপড়ার মাঝে, হারিয়ে যায় দুদিন।
তারপরের পনের দিন চলে যায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের কড়া হেফাজতে।
জ্ঞান ফিরে আসার পর স্থানান্তরিত হই তেইশ নাম্বার কেবিনে। এখানে কাটে আরো ঊনত্রিশ দিন।
অতঃপর সাদা বিছানায় শুয়ে শুয়ে এই শব্দগুলো যখন একত্রিত করছি,
হয়তো তখনও ঢাকার আকাশ থেকে মুছে যায়নি সবটুকু লাল।
ঘটনাটি ২৫ সেপ্টেম্বর ১৯৯৬ না হয়ে যে কোন দিনেই ঘটতে পারতো।কিন্তু না,
২৫ সেপ্টেম্বরই কালো গ্রানাইট পর্বতের মতো
কবির পথ রোধ করে দাঁড়ালো অন্ধকার
কবির ডান বাজু অক্টোপাশের মতো পেঁচিয়ে ধরলো মৃত্যু
কবির বাম হাতকে সাঁড়াশির মতো নির্মমভাবে ধরলো মৃত্যু
কবির পিছনে প্রেতের মতো অট্টহাসি দিয়ে উঠলো মৃত্যু
আর কবির বক্ষদেশের সোজা সামনে
লকলক করে জ্বলে উঠলো আজরাইলের জিহ্বা
আমার বুকের মধ্যে তখন সিরাজদৌলার মতো হৃৎপিণ্ড আমার দু চোখের মধ্যে তখন লোরকার সেই চোখ
আর আমি সিরাজ শিকদারের মতো সোজা হয়ে দাঁড়ালাম
আমার মনে আছে আমি ইব্রাহীমের প্রভুর কথা ভেবেছিলাম
ইউনুসের ত্রাণকর্তার কথাও স্মরণে আসেনি তা নয়।
ইউসুফ! ইউসুফ!
অন্ধকূপের ভিতর তোমার প্রতিপালকের জন্য কি আমার চোখে পানিএসেছিলো?
মনে নেই মোহাম্মদের হাবীব,
আমার কিছুই মনে নেই
কারন ওরা আমার কলেমার বিরুদ্ধে কন্ঠার ওপর
ধরে রেখেছিলো উদ্যত বল্লম
-আমি শুধু আমার চেতনাকে সর্বশেষ বারের মত একাগ্র রেখে ছড়িয়ে দিতে চেয়েছিলাম
প্রিয়তম স্বদেশের পরতে পরতে
একজন কবি যখন দাঁড়ান, তখন নারিকেল বাড়িয়ার মতো
মহিমান্বিত হয়ে যায় জনপদ
একজন কবি যখন দাঁড়ান, তখন শরীয়তুল্লাহর শুভ্রতা চাঁদোয়ার মতো দুলতে থাকে আকাশে।
একজন কবি যখন দাঁড়ান তখন সমগ্র আন্দামান পরিনত হয় একখণ্ড শের আলীতে।
অথচ স্বদেশের প্রিয় মাটির ওপর কবিকে দাঁড়াতে হলো বেনজামিন মলয়সির মতো বঞ্চিত, লাঞ্ছিত,
ব্যথিত, ক্ষুদ্ধ অব্যক্ত কষ্টের পাথর বক্ষে নিয়ে
আমার মস্তিষ্কের ওপর হাতুড়ির আঘাত পতিত হওয়ার
পূর্ব পযন্ত সমস্ত শিরা উপশিরা দাপিয়ে বেড়িয়েছে
বোবা হাহাকার।
আমার অন্তরের ওপর হিংস্র খঞ্জর বিদ্ধ হওয়ার
পূর্ব মূহুর্ত পর্যন্ত দু হাত স্তব্ধ হয়েছিলো বিস্ময়ে।
আমার দেশের একটা পাখির সামান্য একটা পলকের জন্য কী অসিম মায়া আমার ভিতরে-
নক্ষত্র খচিত আকাশ কি তখনো মিটমিট করছিলো উপরে?
আহ্ আমার সন্তানদের প্রিযমুখ গুলো যদি আর একবার দেখতে পেতাম। আর সেই নারী
ঘাতক! ঘাতক!
কোন মানুষ কি কখনও পারে তোমাদের সামনে জানু পেতে বসতে?
আর এ তো এক কবি,যে নাকি তার জাতির সম্ভ্রম ও মর্যাদার জন্য কটিদেশে সর্বদা
ঝুলিয়ে রাখতো তরবারি। আর সর্বাঙ্গে জড়িয়ে রেখেছে সাদা কাফন!
তারপর কারবালার প্রান্তরে কাশেমের মত,
বলিভিয়ার জঙ্গলে চে গুয়েভারার মতো,
কবির রক্তাক্ত শরীর লুটিয়ে পড়লো বধ্যভূমির ওপর”
এই বধ্যভুমি একদিন কবির স্বদেশে ছিলো
কবিতা এই বধ্যভূমি একদিন আমার স্বদেশে ছিলো কবি আব্দুর হাই সিকদার,
কবিতা এই বধ্যভূমি একদিন আমার স্বদেশে ছিলো,
আব্দুর হাই সিকদার,
এই বধ্যভূমি একদিন আমার স্বদেশে ছিলো,
kobitar akash,
কবিতার আকাশ,
bangla kobita,
বাংলা কবিতা আবৃত্তি,
কবিতা,
poem,
Recitation,
Bangla Kobita,
Abritti,
Bengali Poem,
bangla kobita abritti,
বাংলা কবিতা,কবিতা আবৃত্তি,
abritti,
bengali poem recitation,
বাংলা কবিতা আবৃত্তি বাচ্চাদের,
বাংলা কবিতা আবৃত্তি বড়দের,
বাংলা কবিতা আবৃত্তি ছোটদের,
abdul hye sikder
Contract Audio Video Editor
Whatsapp number: 01747700812
Don’t Forget To Like , Comment , Share & Subscribe
[ THANKS FOR WATCHING THIS VIDEO ]
#কবিতার_আকাশ
#কবিতা_এই_বধ্যভূমি_একদিন_স্বদেশ_ছিলো
#কবি_আব্দুর_হাই_সিকদার
#বাংলা_কবিতা
#bangla_kobita_abriiti
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: