কুরআন বোঝা কি আপনার দায়িত্ব?।
Автор: Shafiqul Ummah
Загружено: 2022-12-09
Просмотров: 29
Описание:
এতে কোনো সন্দেহ নেই যে- কেউ যদি অর্থ না বুঝেও কুরআন তেলাওয়াত করে, তার বিনিময়ে আল্লাহতায়ালা তাকে সওয়াব দান করবেন।
আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পড়বে, সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকি দশ গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে। আমি বলি না যে, আলিফ-লাম-মিম মিলে একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, এবং মিম আরেকটি হরফ।’ (তিরমিজি, হাদিস ২৯১০)
তবে এই হাদিসের মর্ম এই নয়— অর্থ না বুঝে কুরআন পড়ার ওপর স্থির হয়ে বসে থাকতে হবে অথবা অর্থ বোঝার চেষ্টাপ্রচেষ্টা করা লাগবে না। কুরআন যেহেতু আল্লাহর পয়গাম, প্রত্যেক বান্দার জন্য ফরজ হচ্ছে পয়গামকে বুঝে কার্যত বাস্তবায়ন করা।
কুরআন শিক্ষার প্রথম ধাপে অথবা যার জন্য অর্থ বুঝে পড়া সম্ভব নয়, তার জন্য হতে পারে অন্তত আল্লাহর কালামের নুরানিয়াত ও রুহানিয়াত উপলব্ধির জন্য হলেও না বুঝে পাঠ করা।
মানুষ যেন কোনো আপত্তিতে কুরআন থেকে দূরে না সরে যায়, এই জন্য প্রথম ধাপে না বুঝে হলেও তাকে কুরআন পড়তে হবে। কিন্তু কেবল কুরআন তেলাওয়াত শিখেই বসে থাকলে চলবে না, বরং তাকে আল্লাহর নির্দেশিত পন্থায় বুঝে কুরআন পাঠ করাও জরুরি। কেননা অর্থ বুঝে কুরআন পড়াই কোরআনের দাবি।
আমাদের অগ্রসূরীদের মধ্যে ‘কুরআনওয়ালা’ তাদের বলা হতো যারা কুরআন সম্পর্কে জ্ঞান রাখতেন, একই সঙ্গে তা কার্যত বাস্তবায়ন করতেন। যদিও তাদের কারো কারো কুরআন মুখস্ত ছিল না।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের সমাজের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে। মুসলমান দাবিকারি অনেক মানুষই কোরআন পড়তে জানে না। আর যারা পড়তে জানে, তাদের মধ্যে অসংখ্য মানুষ কোরআনের অর্থ জানে না। কোরআন বোঝার চেষ্টাও করে না। অথচ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয়নি। কোরআন সব শ্রেণীর মানুষের জন্য হেদায়েত। সকলের বোঝার জন্যই কোরআন নাজিল করা হয়েছে। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এই বয়ানে।
আলোচনা পেশ করেছেন মুফতি শফিকুল ইসলাম মারূফ হাফিজাহুল্লাহ। তিনি ০৯/১২/২০২২ তারিখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাইতুল ফালাহ জামে মসজিদে এই বয়ান পেশ করেন। দর্শক! উপভোগ করুন @shafiqulummah চ্যানেলের এবারের নিবেদন " কুরআন বোঝা কি আপনার দায়িত্ব? "
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: