বাড়িতেই টবের মধ্যে দেশি ধনেপাতা চাষ পদ্ধতি।।Dashi Coriander leaves growing tips।। Greeny Pots।।
Автор: Greeny Pots
Загружено: 2023-12-16
Просмотров: 5414
Описание:
বাড়িতেই টবের মধ্যে দেশী ধনেপাতা চাষ পদ্ধতি।।Dashi Coriander leaves growing tips।। Greeny Pots।।
#dhonepata #coriander #vegetablegarden
নমস্কার বন্ধুরা,
আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে বাড়িতে ছোট ছোট টবের মধ্যে দেশি ধনেপাতা চাষ করা যায় খুব সহজভাবে। দেশী ধনে পাতা ছোট ছোট হয় কিন্তু এর মধ্যে খুব সুন্দর গন্ধ থাকে তাই এই ধনেপাতা সবাই পছন্দ করে। শীতের শুরুতেই ছোট ছোট গামলার মধ্যে এই ধনের বীজ ছড়িয়ে ধনেপাতা তৈরি করা হয়েছে। প্রতি সপ্তাহে একটা করে গামলায় ধনের বীজ ছড়িয়েছি আগের রাতে ভালো করে ভিজিয়ে রেখে পরের দিন সেই বীজ গুলোকে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে ।মাটি প্রথমেই খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছিলাম। মাটিটা ভালো করে তৈরি করে নিলে তাহলে গাছটা ভালো হয়। মাটি ও গোবর সার সমপরিমাণে নিয়ে তার মধ্যে হার গুঁড়ো শিংকুচি নিম খোল সরষের খোল মেশানো হয়েছে এক মুঠো। বীজ আগের রাতে ভিজিয়ে রেখে তারপর সকালে গামলায় ছড়িয়ে দিয়ে ওপর থেকে মাটি চাপা দেওয়া হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: