যে ছিল দৃষ্টির সীমানায় || শাহনাজ রহমাতুল্লাহ
Автор: ClaYouMo
Загружено: 2019-04-05
Просмотров: 9276
Описание:
যে ছিল দৃষ্টির সীমানায় || শাহনাজ রহমাতুল্লাহ ,
দৃষ্টির সীমানা ছাড়িয়ে দূর অজানায় কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ
একটি অসাধারন , কালজয়ী , চির সবুজ , রোমান্টিক গান ।
যে ছিল দৃষ্টির সীমানায়
শাহনাজ রহমাতুল্লাহ
রোমান্টিক গান
যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যত খানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝেছিলো
কি যে চায় বলেনি আমায়।
• শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
• অ্যালবামঃ পাওয়া যায় নি
• সুরকারঃ আলাউদ্দিন আলী
• গীতিকারঃ মনিরুজ্জামান মনির
• বছরঃ ১৯৭৮
• বিভাগঃ আধুনিক
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: