বর্ডার সিকিউরিটি ফোর্স BSF উদ্যোগে, ভারত সরকারের অধীনস্থ সামাজিক কর্মসুচি
Автор: News Bharat 24hrs
Загружено: 2023-03-07
Просмотров: 0
Описание:
বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের উদ্যোগে, ভারত সরকারের অধীনস্থ সামাজিক কর্মসুচি অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুলে।
BSF এর ১১৫ নং ব্যাটেলিয়নের উদ্যোগে সীমান্ত এলাকার অসহায় পড়ুয়াদের পড়াশুনায় মনোনিবেশ বাড়াতে, বই খাতা, ব্যাগ, জুতো, ও খেলা ধুলোর ফুটবল ভলিবল সহ বিভিন্ন সামগ্রী প্রদানের পাসাপাসি বিদ্যালয়ের মান উন্নায়নে বিভিন্ন রকম সামগ্রী প্রদান করা হয় বিএসএফের তরফে।
পড়ুয়াদের দুটি ভাগভাগ করে খোকো খেলার পাসাপাসি দেশত্ববোধক নাচ ও গাানের মাধ্যমে বিএসএফের মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়নের তরফে সীমান্তের পড়ুয়াদের বেশি বেশি বিএসএফে যোগদিতে সব রকমের সহযোগিতা করা হবে তা তাদের ভাষনে উল্লেখ করেন ১১৫ নং বিএস এফের অধিকর্তা অশোক কুমার সিংহ।
উপস্থিত ছিলেন বিএসএফের ডেপুটি
কমান্ডেট ১১৫ ব্যাটেলিয়ন, জি এস রাঠর, নিমতিতা বি ও পি ইনচার্জ সওরাই সিংহ, আবদুল সাজিদ মোমিন সহ পঞ্চগ্রাম আই এসএ হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ মেহেবুব ইশা, গোলাম কাদের সহ প্রমুখরা@newsbharat24hrs93
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: