সূর্যগ্রহণ 2020 কেনো এই সময়ে খালি চোখে সূর্যের দিকে তাকানো যায় না
Автор: Bong Circuits
Загружено: 2020-06-22
Просмотров: 661
Описание:
প্রথমে কৃতজ্ঞতা জানাই বিজ্ঞানযাত্রা গ্রুপকে ।
একথা আমরা সবাই জানি যে সূর্য্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না ।
কিন্তু কেনো যায় না ?
এই কথাটি কি আমরা কখনো ভেবে দেখেছি ?
সাধারনত ছোত থেকেই আমরা শুনে আসছি সূর্যগ্রহন এবং চন্দ্র গ্রহন সম্পর্কে অনেক কুসংস্কার । যেমন গ্রহনের সময় ঘর থেকে বের হোয়া যায় না। কিছু খাওয়া যাবে না । ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ।
এসব কুসংস্কারের মধ্যে কিন্তু খালি চোখে গ্রহন না দেখার কোন মিল নেই । বরং বিজ্ঞান বলে খালি চোখে সরাসরি সূর্যগ্রহন দেখা যাবে না ।
কিন্তু কেনো ?
কেনো খালি চোখে দেখা যাবে না আব্র সানগ্লাস পরে কিন্তু অন্য কিছুর ভেতর দিয়ে দেখা যাবে ।
আবার গ্রহন বাদে অন্য যে কোন সময় কিন্তু আমর খালি চোখে সূর্যের দিকে তাকিইয়ে থাকতে পারি ?
এ অনিয়ম কেনো ?
সকালে-বিকেলে কিন্তু আমরা ঠিকই সূর্যকে দেখতে পাই তাহলে ?
এসব প্রশ্নের উত্তর দেখরা চেষ্টা করেছি এই ভিডিওটিতে ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: