BAWALI FARMHOUSE || কিভাবে বুক করবেন, কত খরচ হতে পারে, সবকিছু জেনে নিন || বাওয়ালি ফার্মহাউস ||
Автор: GHURTE JABO
Загружено: 2021-07-12
Просмотров: 261128
Описание:
LOCKDOWN পরবর্তী পর্যায়ে মনকে চাঙ্গা করতে দু এক দিনের জন্য ঘুরতে যাবার আদর্শ স্থান হলো বাওয়ালি ফার্মহাউস। তার সাথে দেখে নিতে পারেন বাওয়ালি রাজবাড়ী টি । কিভাবে বুক করবেন, কত খরচ হতে পারে, সবকিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। সবুজের সমারোহ আপনার চোখকে শান্তি দেবে, আর বুক ভরা নিৰ্ভেজাল অক্সিজেন এ আপনি এক ঘন্টাতেই চাঙ্গা হয়ে উঠবেন। এই ভিডিও তে যে ওয়েবসাইট টি দেওয়া আছে, ওটা থেকেই আপনি সব কিছু বুক করতে পারবেন। রুম না বুক করলে ফার্মহাউসে ALLOW করে না। তাই আপনাকে একটা রুম বা টেন্ট বুক করতেই হবে। সকাল সাড়ে দশ টায় চেক ইন এবং পরের দিন সকাল ৯ টায় চেক আউট। ইচ্ছে হলে আপনি রাতে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে আপনি ওয়ান ডে ভিসিট বা পিকনিক ভিসিট করতে পারেন। আর ওয়ান ডে ভিসিট করলে চেক ইন এর চব্বিশ ঘন্টা আগে ম্যানেজার কে ফোন করে খাবার বুক করতে হবে। আমরাও তাই করেছিলাম।
Background Music Used from YouTube Audio Library
#bawali_farmhouse #bawali_rajbari #treehouse_bawali
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: