যতই ডাকি ব্রহ্মময়ী- স্বরচিত - Jotoi Daki Brhomomoyee
Автор: বিশাখদত্ত
Загружено: 2020-10-13
Просмотров: 782
Описание:
আমার অপরিণত জীবনকালের লেখা ও সুর। শোক ও ব্যথায় লিখেছিলাম। সেদিন ২৫ জুলাই, ২০১০। সুর করেছিলাম তার দু দিন পর। অর্থাৎ ২৮ তারিখ। অযত্নে পরে থাকে এসব স্মৃতি ও সুর। আজ কি করে যেন মনে ধরে গাইলাম।
________________________________
যতই ডাকি ব্রহ্মময়ী
ততই আড়াল হয়ে থাকো।
যত কাঁদি আমি ‘মা মা’ বলে
তত মায়ায় মুখটা ঢাকো।।
এতকাল মা ছিলাম ভুলে
যাচ্ছিল দিন ধুলো খেলে
আজ সব হারিয়ে লাভে মূলে
আমি এসেছি মা
(একবার) বদন তুলে দেখো।।
মেতেছিলাম ধুলো খেলায়
ভবরঙ্গ মাঝে।
এখন যায় গো বেলা,
ভাঙলো খেলা
ফিরেছি মা সাঁঝে।
মাগো সকল ফেলে তোমার ছেলে
এসেছে আজ তোমার কোলে
আমি এসেছি মা
(ওমা) আঁচল তলে রাখো।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: