ছাদে বাগান করুন | বিষমুক্ত টাটকা ফল-মূল, শাক-সবজি খান, সুস্থ থাকুন | Rooftop Garden ||
Автор: Bangla View
Загружено: 2021-09-04
Просмотров: 304
Описание:
ছাদে বাগান করুন | বিষমুক্ত টাটকা ফল-মূল, শাক-সজি খান, সুস্থ থাকুন | Garden on the roof, eat non-toxic fresh fruits and vegetables, stay healthy.
আমরা বিষাক্ত এক নগরের বাসিন্দা । নগর জীবনে বর্তমানে সবুজের দেখা পাওয়া বেশ দুষ্কর । দিন দিন কমে যাচ্ছে সবুজের ছোঁয়া । কিছুদিন আগেও দু/চারটা গাছ নেই এমন কোন বাড়ি ছিল না । সময় দ্রুতই পাল্টাচ্ছে । এখন বড় বড় অট্টিালিকার কবলে দেশ ।আবার শহরের অধিকাংশ ছাদ্গুলো এখনও ফাঁকা পরে আছে । অথচ এই ছাদগুলোকে অনায়াসেই সবুজ করা যায় ।।আর তাতে নগরীর প্রতিটি বাড়ির ছাদ হয়ে উঠতে পারে একখন্ড সবুজ বাগান।শহরের পরিবেশ রক্ষায় এ ধরণের ছাদ ও ব্যালকনি বাগানের ভূমিকা অপরিসীম।বিষমুক্ত টাটকা ফল-মূল, শাক-সবজির স্বাদ আস্বাদনের জন্য ছাদে বাগানের কোন বিকল্প নেই । গ্রীনহাউজ প্রতিক্রিয়ার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গাছ-পালার মাধ্যমে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে রুফ গার্ডেন সহায়ক ভূমিকা পালন করতে পারে ।অবকাঠামো তৈরীতে যে পরিমান জমি নষ্ট হচ্ছে তা কিছুটা পুষিয়ে নেয়া যাবে রুফ গার্ডেনিং এর মাধ্যমে ।এ ছাড়াও রুফ গার্ডেনিং এর আরও অনেক ইতিবাচক দিক আছে ।কায়িক পরিশ্রমের মাধ্যমে শারিরীক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থের সাশ্রয় এমনকি বেকারত্ব ঘোচাতেও রুফ গার্ডেন উল্লেখযোগ্য অবদান রাখতে পারে ।প্রকৃতির সাথে বসবাসের উপায় হিসেবে আজকাল শহরের অনেক বাসিন্দারাই ঝুঁকছেন ছাদ অথবা ব্যালকনি বাগানের দিকে। কিন্তু তা এখনও খুব একটা আশাব্যঞ্জক নয় । ছাদ বাগান শুরু করার পর সঠিক তথ্যের অভাবে অল্পদিনেই অনেকেই বাগান করা ছেড়ে দিচ্ছেন বা বাগান করার আগ্রহ হারিয়ে ফেলছেন । কিন্তু নিয়ম জেনে কাজ শুরু করলে এ অবস্থা হতো না । সঠিক পরিকল্পনা থাকলে ছাদের বাগান থেকে নিজের পারিবারিক ফল-মূল, শাক-সবজির ছাহিদা মিটিয়ে আয় করাও সম্ভব।স্যাটেলাইট যুগে শিশুদের মানসিক বিকাশেও এধরণের বাগান গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখছে । যে কেউ দৈনন্দিন কাজের ফাঁকে সামান্য সময় ব্যয় করেই করতে পারেন একটি সুন্দর সবুজ ছাদ বাগান ।
ছাদ বাগান সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন- http://www.shetolroofgarden.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: