তোমার অনুশোচনা হয় না? | অপুর সংসার(১৯৫৯) | সত্যজিৎ রায়
Автор: AK Sazzad
Загружено: 2021-06-24
Просмотров: 13387
Описание:
অপর্ণা
হুম
তোমার অনুশোচনা হয় না?
কি হয়না?
অনুশোচনা
অত শক্ত কথা বুঝিনা
আফসোস বুঝো, আফসোস?
বুঝি
আফসোস হয়না?
কিসের আফসোস?
তাও বুঝিয়ে দিতে হবে?
হ্যাঁ হবে।
বড়লোক বর ফসকে গেলো, তাই আফসোস..
তা হয় বৈকি, কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম
চললুম
কোথায়?
ঝিয়ের খোঁজ করতে
ঝিয়ের মাইনে দেবে কে?
আরেকটা টিউশানি নেবো
তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিও।
কেন?
এমনিতেই তো অফিস করে, ছেলে পড়িয়ে সেই তো রাত্তির কতে বাড়ি ফেরো, তাঁর উপর আবার..!
আর উপায় কি বলো?
আমি বলবো? যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও
তারপর?
তারপর আমার গরীব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে, আর আমার কোনো অনুশোচনা থাকবে না।
~অপুর সংসার(১৯৫৯)
~সত্যজিৎ রায়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: