হুইল ছিপ দিয়ে মাছ ধরার ভিডিও, লোকেশন আন্দার মানিক নদী, রুই মাছ, মিরকেল মাছ শিকার।
Автор: BD fishing kalapara
Загружено: 2024-12-06
Просмотров: 6427
Описание:
আমি আর বড় ভাই মাছ ধরার উদ্দেশ্যে সাফাখালি গ্রামে একখালে এসেছি। আজকের দিনটা বেশ ভালো, বাতাসও শান্ত, আর পুরো পরিবেশটাই অনেক প্রশান্ত। খালটির পাশ দিয়ে হেঁটে গিয়ে আমরা আমাদের মাছ ধরার সরঞ্জাম সেট আপ করলাম। এখানে মোটামুটি মাছের উপস্থিতি রয়েছে—অর্থাৎ, মাছের ওয়াশ একটু ভালোই মনে হচ্ছে। প্রথমদিকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়, তবে এর মধ্যে কয়েকটা মাছ পাওয়া গেছে, যা আমাদের একটু উৎসাহিত করেছে।
খালটির পানি অনেকটা স্বচ্ছ, তবে কিছুটা ঘোলাটে। আমরা সাধারণভাবে ছিপ ও বরশি দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। মাঝে মাঝে একেকটা মাছ উঠে আসছে, আর সেই মুহূর্তে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বড় ভাইয়ের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করতে পারা আরও বেশি মজা দিচ্ছে। আমরা দুজনেই কথা বলছিলাম, মাঝেমধ্যে হাসাহাসি, আর মাঝে মাঝে কোনো মাছ উঠে আসলে একে অপরকে উৎসাহিত করছিলাম।
এখানে মাছ ধরার পরিবেশ অনেক শান্ত, চারপাশে সবুজ গাছপালা আর খালের স্রোত আমাদের মনকে আরও প্রশান্ত করছে। সাফাখালি গ্রামে এমন শান্ত পরিবেশে মাছ ধরার এক আলাদা মজা আছে, যা শহরের ব্যস্ততায় পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে হয়তো আরো বড় মাছও উঠে আসবে, আমাদের অপেক্ষা চলছে। তবে, মাছ ধরার পাশাপাশি এই সময়টুকু প্রকৃতির মাঝে কাটানোও বেশ উপভোগ্য। স্থান কলাপাড়া পটুয়াখালী গ্রামের নাম শাখা খালী গ্রাম|
#বরশি #fishing #fish #হুইল #মাছ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: