আইড় মাছের পোনা || আইড় মাছ চাষ পদ্ধতি ও পরামর্শ || পুকুরে চাষের জন্য আইড় মাছের পোনা_01711270134
Автор: Fish Care BD
Загружено: 2022-06-29
Просмотров: 63
Описание:
আইড় মাছের পোনা || আইড় মাছ চাষ পদ্ধতি ও পরামর্শ || পুকুরে চাষের জন্য আইড় মাছের পোনা_01711270134
✔️সকল প্রকার মাছের যেকোনো সাইজের পোনা ক্রয়ের জন্য যোগাযোগ করুন🐟🐟🐟🐟
🏠ঠিকানাঃ🐬🐬🐬🐬🐬
✔️গ্রামঃ ধলা, পোষ্টঃ ধলা(২২২৩)।
✔️উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ।
☎️মোবাইলঃ 01711-270134(imo)
☎️মোবাইলঃ 01611-781463(whatsApp)
🐠🌻১০০% নির্ভরযোগ্য প্রতিষ্ঠান🌻🐠
🚌সারাদেশে হোম ডেলিভারি দেয়ার সুব্যবস্থা রয়েছে🚌
🦈আইড় মাছ গুইজ্জা আইড় ও গুজি নামেও পরিচিত। স্বাদুপানির বড় ক্যাটফিশদের মধ্যে এটি অন্যতম সুস্বাদু মাছ। এক সময়ে নদ-নদী, খাল-বিল জলাভূমিসহ স্বাদুপানির অন্যান্য জলাশয়ে এ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। পূর্বের ন্যায় এ মাছের প্রাপ্যতা আগের মতো না থাকলেও বতর্মানে কিছু বড় নদী যেমন যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, কংস-সোমেশ্বরী, সিলেট-ময়মনসিংহের হাওড় ও কিছু বড় বিলে মাছটি পাওয়া যায়।
🐟প্রাপ্য ক্যাটফিশদের মধ্যে এই মাছটি খুবই জনপ্রিয় এবং বাজারে এ মাছের সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ার কারণে বাজারমূল্য কার্পজাতীয় মাছের তুলনায় অনেক বেশি। বর্তমানে আমাদের দেশের মৎস্য চাষি ভাইয়েরা ব্যাপকহারে পুকুরে এই মাছ চাষ করছেন এবং অর্থনৈতিকভাবে অনেকবেশি লাভবান হচ্ছেন।
🦈গুজি মাছের চাষ পদ্ধতিঃ
====================
✔️পুকুর প্রস্তুতিঃ⤵️
পুকুর বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। তাই পুকুরের গভীরতা এমন হওয়া উচিত যাতে চৈত্র-বৈশাখ মাসেও পুকুরে যথেষ্ট পানি থাকে। পুকুরের গভীরতা ১ -৫ মিটারের মধ্যে রাখতে হবে। আগাছা পরিস্কার ও জাল টেনে অবাঞ্চিত মাছ সরাতে হবে। মাছ মজুদের পূর্বে প্রতি শতাংশে ১.৫-২ কেজি চুন, ৩-৪ দিন পর পুকুরে মাছের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য (উদ্ভিদকণা ও প্রাণিকণা) তৈরির উদ্দেশ্যে জৈব (কম্পোষ্ট ২-৩ কেজি) ও অজৈব (ইউরিয়া ১০০-১৫০ কেজি, টিএসপি ৮০-১০০ কেজি) সার প্রয়োগ করতে হবে।
✔️পুকুরের পানির বর্ণ সবুজাভ, বাদামি সবুজ, লালচে সবুজ বা হালকা বাদামী বর্ণের হলে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি বোঝা যায় এবং পোনা মজুদ করা হয়। একক চাষে শতাংশ প্রতি ২০০-২৫০ পোনা মজুদ করা যেতে পারে। পানির গুণাগুণ ঠিক রাখার জন্য এক মাস পর থেকে প্রতি ১৫-২০ দিন অন্তর ২৫-৩০% পানি পরিবর্তন করা ভালো।
🦈পোনা মজুদ ও চাষ ব্যবস্থাপনাঃ
========================
✔️খাদ্য ব্যবস্থাপনাঃ পোনা ছাড়ার পর থেকেই ৩০% প্রোটিন সমৃদ্ধ খাদ্য ২ বার প্রয়োগ করতে হবে এবং এর পাশাপাশি বিভিন্ন পোকা-মাকর ও ছোট চিংড়ি খাবার হিসেবে দেয়া হয়। মিশ্র চাষের ক্ষেত্রে পোনা মজুদের পর ১৫-২০ দিন পর পর শতাংশ প্রতি ৫০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। খাদ্য প্রয়োগের ক্ষেত্রে সপ্তাহে অন্ততঃ এক দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। অত্যন্ত শীত এবং বৃষ্টির দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে।
🐟মাছ আহরণঃ⤵️
==============
পোনা মজুদের ১০-১২ মাস পর বাজার দর যাচাই করে অল্প পরিমাণে মাছ সংগ্রহ করে বাজারে নেয়া যেতে পারে। প্রথম আহরণ করা হলে ১৫-৩০% হারে বড় সাইজের পোনা মজুদ করতে হবে। পরবর্তীতে মাছ আহরণের জন্যে প্রথমে বেড় জাল এবং পরে পুকুর শুকিয়ে সমস্ত মাছ ধরার ব্যবস্থা নিতে হবে।
📀Thanks for watching...❣️🐠
📽️Please...Subscribe my Channel...❣️
#আইড়_মাছ
#আইড়_মাছের_পোনা
#আইড়_মাছের_চাষ
#আইড়_মাছ_চাষ
#আইড়_মাছ_চাষ_পদ্ধতি
#আইড়_মাছ_চাষ_পদ্ধতি_ও_পরামর্শ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: