প্রতিদিন একটি হাদিস (পর্ব - ০১) |Everyday one hadith (Part - 01)
Автор: DAWAH CONTENT
Загружено: 2020-09-11
Просмотров: 2734
Описание:
প্রতিদিন একটি হাদিস শুনি (পর্ব - ০১) | Everyday one hadith (Part - 01)
--------------------------------------------------------
আজকের হাদিস
--------------------------------------------------------
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ - بخارى
--------------------------------------------------------
বাংলা অনুবাদ
--------------------------------------------------------
আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলে কারীম (সাঃ) কে বলতে শুনেছি: প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে- সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। - (বুখারী ও মুসলীম)
--------------------------------------------------------
সংক্ষিপ্ত ব্যাখ্যা
--------------------------------------------------------
সকল প্রকার কাজের ভালো ও মন্দ এবং গ্রহণযোগ্য ও গ্রহণ অযোগ্য হওয়া একমাত্র নিয়্যতের উপর একান্তভাবে নির্ভরশীল - এ কথা সুস্পষ্ট করে বলে দেওয়াই এই হাদীসের মূল লক্ষ্য। অর্থাৎ যে কাজ সৎ নিয়্যতে ও সৎ উদ্দেশ্যে করা হবে তা সৎকাজ রূপে গণ্য হবে এবং আল্লাহর দরবারে মূল্য ও সম্মান লাভ করতে সমর্থ হবে। কিন্তু কোন ভালো কাজও যদি খারাপ উদ্দেশ্যে দুষ্ট নিয়্যতে করা হয়, তবে তা কখনও ভালো কাজরূপে গণ্য হবে না এবং আল্লাহর নিকট তা গৃহীতও হবে না - বাহ্যিকভাবে তা যত ভালো ও সৎকাজ বলে মন হোক না কেন। আল্লাহ পাক আমাদেরকে সহীহ নিয়্যতে আমল করার তৈফিক দান করুন। আমিন।
আমাদের ভিডিও গুলোতে আমাদের পক্ষ থেকে কোন কপিরাইট থাকবে না। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। দাওয়াতী উপকরণ হিসাবে যেভাবে ইচ্ছা ব্যবহার করুন। এর জন্য আমাদেরকে কোনরকম ক্রেডিট দেওয়া বাধ্যতামূলক নয়।
#হাদিস
#hadith
#islamic
#প্রতিদিন_একটি_হাদিস
#per_day_one_hadith
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: