গান : তোমাদের আশীর্বাদের এই শতদল.. শিল্পী: পলাশ চৌধুরী(Palash Chowdhury)
Автор: Palash Chowdhury Singer
Загружено: 2024-12-24
Просмотров: 153
Описание: আমার প্রাণের প্রিয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী আমার অন্তরালের গুরু স্বর্গীয় মোহাম্মদ রফি সাহেব কে জানাই শত শত কোটি প্রণাম। উনিই ছিলেন আমার গানের প্রেরণা । আজ ঠিক এই দিনটিতেই আমি ভীষণ ভাবেই আপ্লুত, আনন্দিত ও গর্বিত,কারন আমি যা পারিনি সেটাই আমার একমাত্র ছেলে "আরফিন রানা"কিছু টা হলেও সেটা করে দেখাল।আজ(24.12.24) আরফিন রানা আকাশ আটে গুড মর্নিং আকাশ অনুষ্ঠানে তারও প্রিয় শিল্পী রফি সাহেবের জন্ম শতবর্ষের শ্রোদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্রোতাদের মুগ্ধ করে রাখল টানা আড়াই ঘণ্টা। ধন্যবাদ "আকাশ আট" চ্যানেলের কর্ম কর্তাদের এই অনুষ্ঠানে আরফিনকে নির্বাচন করার জন্য।এটাই আমার বড় প্রাপ্তি। আরফিন কে আশীর্বাদ করুন আগামীদিনে যেন রফি সাহেবের গান ও আদর্শ নিয়েই আরো এগিয়ে যেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: