চেলা কামড়ালে যা হয় ...!
Автор: EH Science Club
Загружено: 2022-12-25
Просмотров: 1198300
                Описание:
                    চেলা কামড়ালে যা হয় ...!
কোনো পোকা কামড়ালে কামড়ানোর স্থানে ছাই বা গোবর-জাতীয় কিছু প্রয়োগ কিংবা নখ দিয়ে খোঁটা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত স্থান যত দ্রুত সম্ভব জীবাণুনাশক সাবান এবং পরিষ্কার পানি ব্যবহার করে ধুয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। ঘরোয়া টোটকা হিসেবে পোকার কামড়ের স্থানে কিছুটা অ্যালোভেরা জেল, তুলসীপাতার রস, ল্যাভেন্ডার অয়েল কিংবা ইউক্যালিপটাস তেল লাগিয়ে নিলে আরাম পাওয়া যেতে পারে। আক্রান্ত স্থান ফুলে গেলে সেখানে ২০-২৫ মিনিট ধরে ঠান্ডা সেঁক; অর্থাৎ আইস বা বরফ প্রয়োগ করা যেতে পারে। পাশাপাশি ওই স্থানে অ্যান্টিহিস্টামিন কিংবা ক্যালামাইন-জাতীয় লোশন বা ক্রিমও ব্যবহার করা যেতে পারে। তীব্র অ্যালার্জি বা চুলকানি হলে মুখে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধও সেবনের প্রয়োজন হতে পারে। আক্রান্ত স্থানে ব্যথা হলে প্যারাসিটামল-জাতীয় ব্যথানাশক ওষুধ সেবন করা যেতে পারে।
তবে শ্বাসকষ্ট, ক্ষতস্থান বেশি ফুলে যাওয়া, চোখ-মুখ-গলা ফুলে যাওয়া, ঢোঁক গিলতে কষ্ট হওয়া, মাথা ঝিমঝিম করা, জ্বর, বমি বা অচেতন হয়ে পড়া ইত্যাদি দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ক্ষতস্থানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণের লক্ষণ ধরা পড়লেও দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এসব ক্ষেত্রে কোনো ঝাড়ফুঁক কিংবা কোনো ওঝা-কবিরাজের কাছে গিয়ে কালক্ষেপণ না করাই সবচেয়ে যুক্তিযুক্ত।
#চেলা
#চেলা কামড়ালে যা হয়
#বিচ্ছু
#chela kamrale ki hy
#chela kamrale ja hy                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: