ফুলকপি চাষে লাখ টাকা আয় সংবাদ শৈলী
Автор: sangbad shoily
Загружено: 2025-11-03
Просмотров: 5
Описание:
ফুলকপি চাষে লাখ টাকা আয় @BonolotaIPTV
নাটোরে আগাম জাতের ফুলকপি চাষে লাভবান কৃষক
নাটোরে শীতকালীন আগাম জাতের ফুলকপি চাষে ব্যাপক লাভের মুখ দেখেছেন কৃষকরা। বর্তমানে বাজারে প্রতিকেজি ফুলকপি বিক্রি হচ্ছে ১২০টাকায়। অনুক’ল আবহাওয়ায় অধিক ফলন ও বাজারে চাহিদা বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।
কৃষি বিভাগ জানায়, নাটোর সদর উপজেলায় ৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা বøকে আগাম শীতকালীন সবজি ফুলকপি চাষে আশাতীত সাফল্য পেয়েছেন কৃষকরা। চাষীরা হেক্টর প্রতি ২১ মেট্রিক টন পর্যন্ত ফলন পাচ্ছেন।
নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান জানান, নাটোর সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে ২০ হেক্টর জমির পাশাপাশি রবি মৌসুমে আগাম ১০ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। সদর উপজেলার ছাতনী মাঝদীঘা বøকে আগাম জাতের ফুলকপির ভাল চাষ হয়েছে। চাষীরা হেক্টর প্রতি ২১ মেট্রিক টন পর্যন্ত ফলন পাচ্ছে। অধিক ফলন ও দাম হওয়ায় চাষীরা লাভবান হচ্ছেন।
• ফুলকপি চাষে লাখ টাকা আয় সংবাদ শৈলী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: