ক্ষুদ্র পাখির বিস্ময়কর স্থাপত্য | 1line News Agency
Автор: 1line News Agency
Загружено: 2025-09-11
Просмотров: 7
Описание:
✅ Short Channel Description
কপিরাইট ফ্রি ড্রোন ভিডিও, নিউজ ফুটেজ ও ডকুমেন্টারি ভিজ্যুয়াল।
নিউজ, ব্লগ বা যেকোনো প্রজেক্টে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
বাবুই পাখির বাসা : ক্ষুদ্র পাখির বিস্ময়কর স্থাপত্য
ঝুলে থাকা খেজুরগাছের পাতায়, ডাবের কাঁদি কিংবা তালগাছের ডগায় হঠাৎ চোখে পড়ে বাবুই পাখির বাসা। বাতাসে দুলতে থাকা সেই বাসা যেন কোনো শিল্পীর হাতে বোনা ঝোলানো প্রদীপ। অথচ এটি বানিয়েছে এক ক্ষুদ্র পাখি—বাবুই।
নিপুণ কারিগর বাবুই
বাবুই পাখি আকারে ছোট হলেও দক্ষতায় অনন্য। শুকনো ঘাস, খড়, পাটের আঁশ বা নরম তৃণ মুখে করে এনে অগণিতবার যাওয়া–আসা করে। ধীরে ধীরে গেঁথে ফেলে শক্ত সুতোয়। বাসার আকৃতি হয় লম্বা থলের মতো। নিচের দিকে সরু ঝুলন্ত পথ, আর ভেতরে গোলাকার কক্ষ—যেখানে থাকে ডিম ও ছানারা। এই প্রবেশপথ আসলে শিকারিদের ঠেকানোর বুদ্ধিদীপ্ত কৌশল।
শ্রম আর ধৈর্যের শিক্ষায় ভরা
একটি বাসা শেষ করতে বাবুই পাখিকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় ব্যয় করতে হয়। প্রতিটি বাঁক, প্রতিটি জট যেন পরিকল্পিত। সূক্ষ্ম কারুকাজে তৈরি বাসাটি দেখলে মনে হয় প্রকৃতি নিজেই যেন স্থাপত্যকলার শিক্ষক। মানুষকেও এই পাখি শিখিয়ে দেয়—পরিশ্রম, ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টায় অসম্ভবকে সম্ভব করা যায়।
লোকজ বিশ্বাস ও গ্রামের সৌন্দর্য
গ্রামীণ বাংলায় বাবুই পাখির বাসা শুধু একটি আশ্রয় নয়, এটি সৌন্দর্যের প্রতীক। অনেক গ্রামে বলা হয়, বাড়ির আশপাশে বাবুই পাখি বাসা বাঁধলে শান্তি ও সমৃদ্ধি আসে। গ্রীষ্মের ভোরে বা বর্ষার দুপুরে শিশুরা দাঁড়িয়ে তাকিয়ে থাকে—কেমন করে ছোট্ট এক পাখি এত নিখুঁত স্থাপত্য বানায়।
হারিয়ে যাচ্ছে বাবুই
তবে দুঃখজনক হলো, এখন আর আগের মতো সহজে বাবুই পাখির বাসা চোখে পড়ে না। গ্রাম হারাচ্ছে গাছ, রাসায়নিকের বিষে নষ্ট হচ্ছে কীটপতঙ্গ। খাদ্যাভাব, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া আর আশ্রয়ের অভাবে কমে যাচ্ছে বাবুইয়ের সংখ্যা।
আমাদের দায়বদ্ধতা
বাবুই পাখির বাসা শুধু প্রকৃতির অলঙ্কার নয়, এটি পরিবেশের টিকে থাকার গল্প। তাই এই ক্ষুদ্র পাখিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। গাছ লাগানো, পরিবেশ রক্ষা আর কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করলেই হয়তো আবারও বাংলার গ্রামীণ আকাশে ঝুলে থাকবে বাবুই পাখির অনন্য কারুকাজ।
📩 Contact: [email protected]
| [email protected]
📞 01714509554, 01966026202
🌐 www.sahityapata24.com
ফেসবুক পেজ: / 1linenewsagency
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: