পৃথিবীর ভয়ানক কিছু কুসংস্কার । Some terrible superstitions in the World
Автор: Naeem Abrar
Загружено: 2017-10-02
Просмотров: 101
Описание:
পৃথিবীর ভয়ানক কিছু কুসংস্কার।
অযৌক্তিক যেকোনো বিশ্বাস বা অভ্যাস - যেমন, এটি অজ্ঞতা থেকে উদ্ভূত হয়, বিজ্ঞান বা এর কার্যকারিতা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া, ভাগ্য বা জাদুতে ইতিবাচক বিশ্বাস অথবা যা অজানা তা থেকে ভয় পাওয়া এছাড়াও ধর্মীয় বিশ্বাস বা অযৌক্তিকতা থেকে উদ্ভূত কর্মকাণ্ডকে "কুসংস্কার" বোঝায়।
কুসংস্কারের খোঁজ একটুও মিলবে না, এমন জায়গা পাওয়া ভার। বিশ্বের বিভিন্ন দেশে এমনই নানা কুসংস্কারের কথা জেনে নেওয়া যাক।
বাংলাদেশ: কোথাও বেরনোর সময় পিছন ডাকলে বিপদের আশঙ্কা থাকে, বা কালো বেড়াল রাস্তা কাটলে একটু দাঁড়িয়ে যেতে হয়।
ভারত: কোনও পরিবারে শিশুর জন্ম হলে সেই পরিবারের সদস্যরা ১৫ দিন ধরে বাড়িতে প্রদীপ জ্বালাতে পারবে না এবং মন্দিরে পুজো দিতে যেতে পারবে না।
পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে, সেই পরিবারে এক বছরে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে পারবে না।
ঘণ্টার আওয়াজে অশুভ শক্তি দূরে পালায় বলে মনে করা হয়।
তাই যে কোনও শুভ অনুষ্ঠানে ঘণ্টা বাজানোর রীতি ভারত সহ বিশ্বের অনেক দেশেই রয়েছে
রাশিয়া: রাশিয়ায় অবিবাহিতরা রেস্তোঁরায় গিয়ে কখনও টেবিলের কোণে বসে না।
সেখানে মনে করা হয় যে অবিবাহিতরা টেবিলের কোণে বসলে তাঁদের বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
জার্মানি: কারোর শরীরে দীর্ঘদিনের কোনও অসুখ থাকলে,
অনেকই জার্মানই মনে করে থাকেন যে ছাদের থেকে কয়েকটি টালি খুলে ফেললে অসুখ সেরে যায়।
জাপান: জাপানিরাও মনে করে যে উত্তর দিকে মাথা করে শুলে আয়ু হ্রাস পায়।
ইংল্যান্ড: অশুভহানি কিছু না ঘটার জন্য পরিবার পরিকল্পনা করছেন এমন ইংরেজরা স্যালাডে লেটুস পাতা খান না।
স্পেন: আঙুর নিয়ে অদ্ভুত এক কুসংস্কার রয়েছে স্পেনীয়দের মধ্যে।
স্পেনের লোকজন মনে করেন যে ঠিক রাত ১২টায় পর ১২টা আঙুর খেলে আগামী ১২ মাস সৌভাগ্যপূর্ণ হবে।
কোরিয়া: ওরা ৪ সংখ্যায়নটা খুব বেশি অমঙ্গল মনেকরে।ওদের বেশিরভাগ কুসংস্কারগুলোই এসেছে চাইনিজদের থেকে।
কোরিয়ানরা ৪ কে উচ্চারণ করে ‘সা’(사) আর চাইনিজ ভাষায় ’সা’ (死) মানে হচ্ছে ‘মৃত্যু’।
যেজন্য ৪ সংখ্যাটাকে খুব অশুভ মনে করা হয়।
Please like our video & subscribe on our channel.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: