ডুবে যাওয়া একটি নৌকা অবশেষে উদ্ধার
Автор: ALAM DUBORI
Загружено: 2025-02-19
Просмотров: 238
Описание:
পানি…
যেখানে একদিকে শান্তির প্রতিচ্ছবি—
আর অন্যদিকে, ভয়ংকর এক অদৃশ্য মৃত্যুফাঁদ।
নদীমাতৃক এই বাংলাদেশে রয়েছে অসংখ্য নদী - নালা, খাল, বিল৷ রয়েছে বেশ কিছু হাওর অঞ্চল…
যেখানে এক মুহূর্তেই ডুবে যেতে পারে নৌকা, ট্রলার, কিংবা মানুষের জীবন।
আর ঠিক তখনই…
অন্ধকার পানিতে নামে এক দল সাহসী যোদ্ধা।
নেতৃত্বে—আলম ডুবুরি।”
ঠিক তখনই শুরু হয় আলম ডুবুরি আর তার দলের অভিযানে!”
“এরা ডুবুরি—
সাহস আর অভিজ্ঞতা যাদের হাতিয়ার।
জলের অন্ধকারে তারা খুঁজে আনে সম্ভাবনা,
ফিরিয়ে আনে আশার আলো।”
“মোঃ আলম, যাকে সবাই চেনে আলম ডুবুরি নামে—
তিনি একজন পেশাদার ডুবুরি।
গত ১৪ বছর ধরে তার নেতৃত্বে উদ্ধার হয়েছে শত শত ট্রলার, নৌকা—
এমনকি জীবনও।”
“উদ্ধার কাজ মানেই ভয়, ঝুঁকি আর জীবন-মরণ সংগ্রাম।
তবু তারা পিছু হটেন না।
কারণ, এই কাজ শুধু পেশা নয়—
এটা তাদের দায়িত্ব, ভালোবাসা, সংকটে মানুষের পাশে দাঁড়ানোর শপথ।”
“আপনার আশেপাশে যদি ঘটে যায় এমন কোনো দুর্ঘটনা— তবে যোগাযোগ করুন এই নম্বরে –----
আপনার ডুবে যাওয়া যেকোনো মূল্যবান সম্পদ উদ্ধার করতে আমরা আছি সদা প্রস্তুত৷
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন৷ ডুবে যাওয়া লঞ্চ কার্গো স্টিল বড়ি বালু বাহি বালগেট গাড়ি ডলার ডেজার ইত্যাদি মালামাল পানির নিচে তলিয়ে গেলে আমি আলম ডুবুরি আল্লাহর রহমতে অতি যত্ন সহকারে উত্তোলন করে দি যোগাযোগ মোবাইল নাম্বার ডুবুরি 01967849385--01712955264
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: