Sanirbor gosthi,শনির্ভীর করার লক্ষে একটা প্রয়াস!
Автор: Namoskar Kolkata
Загружено: 2024-03-12
Просмотров: 184
Описание: বন্ধু মিলন কল্যাণ কমিটি অসহায় মা-বোন যুবক-যুবতীদের জন্য ভরসার প্রতীক হয়ে উঠেছে। গ্রামে গ্রামে বাংলার মহিলাদের স্বনির্ভর করার জন্য মহিলাদের নিয়ে বৈঠক করছেন এবং তাদের কাজের বিষয়ে উপদেশ দিচ্ছেন। সংস্থার সভাপতি বাবলু সামন্ত আজ পৌঁছে গিয়েছিলেন খানাকুলে। সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মহিলারা। কিভাবে তারা স্বাবলম্বী হবে সেই নিয়ে একটি বৈঠক সভা আলোচনা করা হয়। কাজু কিসমিস ডাল মসলা ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারের জিনিস কিভাবে প্যাকেজিং করা হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয় এবং প্যাকেজিং করতে যে যন্ত্র লাগে সেটাও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত থেকে সাবলম্বী হওয়ার উপায় পেয়ে খুশি আজকের মহিলারাও।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: