#iTechTube360
Автор: iTechTube360
Загружено: 2018-10-22
Просмотров: 171102
Описание:
মানুষ সৃষ্টির শেষ্ট জীব। প্রতিটি মানুষের নিজের একটি সুন্দর নাম থাকে। আল্লাহর তাআলা আমাদের কে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ও অনেক নাম রয়েছে। আল্লাহর কাছে খুবই প্রিয় নাম রয়েছে। যা এই সময়ে এই নাম আর রাখা হয়না বললেই চলে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম গুলো রাখা প্রয়োজন। এই নাম গুলো মহানবী (সাঃ) সময়ে কালে থেকে প্রচলিত আছে। আল্লাহর প্রিয় নাম গুলো অর্থ সহ আমরা এই ভিডিওটি তৈরি করেছি। আল্লাহর নামেরও অর্থ রয়েছে। আল্লাহর নামে ফজিলত অপরিসীম।
আল্লাহর নামের জিকির করলে দুনিয়াতে ও আখিরাতে সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আল্লাহর নামের জিকির মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর প্রিয় নাম মধ্যে আপনি আপনার শিশুদের ছেলে অথবা মেয়ে নাম রাখতে পারেন। প্রত্যেক মাতাপিতাই তার বাচ্চাদের ইসলামিক নাম রাখা প্রয়োজন যা আল্লাহর কাছে প্রিয়।এই ভিডিওটি ইসলামিক বই থেকে নাম গুলো সংগ্রহ করা হয়েছে। আল্লাহর নামের মধ্যে থেকে ও নাম রাখতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে আল্লাহর প্রিয় নাম গুলো জানানোর জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যতে আর নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেল থেকে।
Audio Credit
https://www.bensound.com
LIKE || SHARE || SUBSCRIBE
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: