রূপচর্চায় অ্যালোভেরা ||এ্যালোভেরার উপকারিতা||ঘৃতকুমারীর যত গুণ ||aloe vera gel||Rupchorcha aloe vera
Автор: SV’s uk blog
Загружено: 2020-06-27
Просмотров: 166
Описание:
রূপচর্চায় অ্যালোভেরা ||এ্যালোভেরার উপকারিতা||ঘৃতকুমারীর যত গুণ ||aloe vera gel||Rupchorcha aloe vera
#রূপচর্চায় অ্যালোভেরা • রূপচর্চায় অ্যালোভেরা ||এ্যালোভেরার উপকারিত...
অ্যালোভেরা, বাংলায় যার নাম ঘৃতকুমারী। বর্তমানে এটি প্রায় সারা বিশ্বেই পাওয়া যায়।
রূপচর্চায় অ্যালোভেরা
সানবার্ন থেকে রেহাই পেতে অ্যালোভেরা লোশন ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারলে। রোদে পোড়ার তামাটে রঙ দূর হয়ে যাবে দ্রুত।
বাইরে থেকে এসে মুখ ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন। মুখ ভালো করে মুছে অ্যালোভেরা প্যাক লাগান। নিমিষেই স্নিগ্ধ হয়ে যাবে ত্বক।
ত্বক সতেজ রাখার জন্য দুই চামচ অ্যালোভেরার রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে প্যাক পুরো মুখে লাগান, শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপ জল ও অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে মুখে লাগালেও ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।
গুঁড়ো, চালের গুঁড়ো, মধু ও তুলসী পাতার মিশ্রণের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
কনুই বা হাঁটুর কালো দাগ দূর করতে অ্যালোভেরার পাতার রস নারকেল তেলের মধ্যে মিশিয়ে লাগান।
ব্রণের দাগ দূর করার জন্য অ্যালোভেরা খুবই কার্যকরী। অ্যালোভেরার রসের সঙ্গে মুলতানি মাটি ও চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগান। ব্রণের দাগ চলে যাবে।
শুষ্ক ত্বকের জন্য এটি খুবই কার্যকর। অ্যালোভেরার সঙ্গে দুধ, মসুর ডালের গুঁড়া, তুলসী পাতা, চন্দন ও গোলাপ পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি দিয়ে ঘষে ঘষে ত্বক পরিষ্কার করুন। মরা কোষ উঠে স্নিগ্ধ হবে ত্বক।
#এ্যালোভেরার উপকারিতা||ঘৃতকুমারীর যত গুণ
#aloe vera gel||Rupchorcha aloe vera
#অ্যালোভেরা কিভাবে ব্যবহার করবো
#ঘৃতকুমারী গাছের উপকারিতা
#Rupchorcha aloe vera
#রূপচর্চায় অ্যালোভেরা
#সৌন্দর্য চর্চায় ঘৃতকুমারী
#ত্বক উজ্জ্বল করবে অ্যালোভেরা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: