01 Surah Baqara 1-10 প্রথম মুত্তাকী বা আল্লাহভীরু ব্যক্তিদের গুণাবলি । কাফিরদের কথা বলা হয়েছে।
Автор: massage
Загружено: 2025-11-15
Просмотров: 2
Описание:
আয়াত ১: আলিফ-লাম-মীম।
· (এগুলো আরবি বর্ণ; এর পূর্ণ অর্থ আল্লাহই ভালো জানেন। এগুলো কুরআনের মু'জিজা বা অলৌকিকতার অংশ, যা প্রমাণ করে এটি আল্লাহর বাণী।)
আয়াত ২: এটা সেই কিতাব (কুরআন), যাতে কোন সন্দেহ নেই; যা মুত্তাকী (আল্লাহভীরু) লোকদের জন্য পথনির্দেশ।
· (অর্থাৎ, এই কুরআন হলো সরল পথের স্পষ্ট দিকনির্দেশিকা, তবে তা শুধুমাত্র তাদের জন্য কাজে আসবে যারা সত্যকে গ্রহণ করার এবং মন্দকে বর্জন করার আন্তরিকতা রাখে।)
আয়াত ৩: যারা অদৃশ্য বিষয়ে (গায়েবী বিষয়ে, যেমন: আল্লাহ, ফেরেশতা, আখিরাত ইত্যাদি) ঈমান আনে, নামায কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্ক (জীবিকা) দিয়েছি, তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে।
· (এখানে মুত্তাকীদের তিনটি প্রধান গুণবাচক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।)
আয়াত ৪: আর যারা আপনার প্রতি যা নাযিল করা হয়েছে (কুরআন) এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছিল (তাওরাত, ইঞ্জিল ইত্যাদি আসমানী কিতাব) তাতে ঈমান আনে এবং আখিরাতের (পরকালের) প্রতি দৃঢ় বিশ্বাস রাখে।
· (মুত্তাকীদের আরও দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা হয়েছে। তারা শুধু কুরআনই নয়, বরং পূর্ববর্তী সকল আসমানী কিতাব এবং নবী-রাসূলগণকে স্বীকৃতি দেয়।)
আয়াত ৫: এরাই তাদের রব (প্রতিপালক)-এর পক্ষ থেকে সৎপথে রয়েছে এবং এরাই হলো সফলকাম।
· (উপরোক্ত গুণাবলীর অধিকারীরাই হিদায়াতপ্রাপ্ত এবং তারা ইহকাল ও পরকালে সফলতা অর্জন করবে।)
আয়াত ৬: নিশ্চয় যারা কুফরী (অবিশ্বাস) করেছে, আপনি তাদের জন্য সতর্ককারী হোন আর নাই হোন, তারা ঈমান আনবে না।
· (এখানে থেকে কাফিরদের কথা বলা শুরু হয়েছে। তাদের হৃদয় এতটাই কঠোর যে সতর্ক করা或不 সতর্ক করা তাদের কাছে একই।)
আয়াত ৭: আল্লাহ তাদের অন্তরে ও তাদের কর্ণে মোহর (মুদ্রা) এঁটে দিয়েছেন এবং তাদের চক্ষুর উপর আছে পর্দা। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
· (তাদের অবিশ্বাসের কারণে আল্লাহ তাদের হিদায়াত লাভের উপায়সমূহ বন্ধ করে দিয়েছেন, যা তাদের নিজেদের অহংকার ও জিদের ফল।)
---
মুনাফিক (কপটবিশ্বাসী)দের সম্পর্কে:
আয়াত ৮: আর কিছু লোক এমন আছে যারা বলে, ‘আমরা আল্লাহ ও আখিরাতের (পরকালের) প্রতি ঈমান এনেছি’; অথচ তারা মু’মিন (বিশ্বাসী) নয়।
· (এখন মুনাফিকদের বর্ণনা শুরু হলো। তারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে বিশ্বাস রাখে না।)
আয়াত ৯: তারা আল্লাহ ও মু’মিনদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, আর তারা তা বুঝতে পারছে না।
· (তাদের মিথ্যা আচরণের শাস্তি স্বরূপ আল্লাহ তাদের বোধশক্তি হারিয়ে দিয়েছেন।)
আয়াত ১০: তাদের অন্তরে রোগ রয়েছে (সন্দেহ, কুপ্রবৃত্তি), ফলে আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত।
· (মুনাফিকীর এই রোগ তাদেরকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে এবং পরিণামে শাস্তির দিকে নিয়ে যায়।)
---
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
প্রথম পাঁচটিআয়াতে মুত্তাকী বা আল্লাহভীরু ব্যক্তিদের গুণাবলি বর্ণনা করে তাদের জন্য কুরআনের হিদায়াত ও সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে। এরপর কাফিরদের কথা বলা হয়েছে, যাদের হৃদয় সত্য গ্রহণ করতে সম্পূর্ণ অক্ষম। সর্বশেষ তিনটি আয়াতে মুনাফিকদের চরিত্র ও পরিণতি খুবই সূক্ষ্ম ও কার্যকরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যারা মুসলিম সমাজের অভ্যন্তরে থেকে এর ক্ষতি করে।
#surahbaqarah #bangla #artho #behappy #sleepmusic #quran
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: