সুর বিতর্কে এ আর রাহমান: যা বলছেন দুই বাংলার শীর্ষরা । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-11-11
Просмотров: 6283
Описание:
#এ_আর_রাহমান
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন তার ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহার করেছেন। নতুনভাবে গানটি সুর করে সমালোচনার মুখে পড়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান।
‘কারার ঐ লৌহ কপাট’ গানের শুধু সংগীত নয়, এ আর রাহমান বদলে দিয়েছেন গানের ধরন ও সুর। গীতিকার হিসেবে নজরুলকে ক্রেডিট দিলেও কম্পোজার হিসেবে লেখা হয়েছে এ আর রাহমানের নাম। গানটি গেয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাশসহ কলকাতার একাধিক বাঙালি শিল্পী।
নজরুলসংগীতের এমন সুর পরিবর্তন মেনে নিতে পারছেন না দুই বাংলার নজরুল সংগীতশিল্পীরা। এ আর রাহমানের এমন কাণ্ডে অবাক হয়েছেন তারা। বিষয়টি খুব দুঃখজনক বলেও মন্তব্য করেছেন নজরুল সংগীতশিল্পীরা।
‘কারার ঐ লৌহ কপাট’ কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান। এ গানের সুর ও সঙ্গীত পরিবর্তন করে এ আর রাহমান রীতিমতো ‘ক্রাইম’ করেছেন। সরকারিভাবে এর প্রতিবাদ জানানো উচিত বলে মনে করছেন অনেকেই।
নজরুল সংগীতশিল্পী শাহীন সামাদ গানটি শোনার পর বলেন, আমি সাংঘাতিকভাবে আপসেট। শোনার পর একেবারে অবাক হয়ে গেছি। এ কী সুর! এ আর রাহমান কেন এই সুর পরিবর্তন করলেন? তিনি কোনোভাবেই এটা করতে পারেন না। এটা বিরাট ক্রাইম। এ বিষয়টিকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে এ রকম আরও হতে পারে।’
খায়রুল আনাম শাকিল বলেন, এ আর রাহমানের মতো এত বড় মাপের একজন সুরকার একটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে চরমভাবে অসম্মান করেছেন। আমরা এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই।
ভারতের অন্যতম সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, ‘আমার যেন মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছি! মনে হলো স্বপ্ন ভেঙে উঠে দেখব আসলে এ রকম কিছু ঘটেনি।’
ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী হৈমন্তী শুক্লাও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, বাঙালি সংস্কৃতিকে এরা ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে।’
কাজী নজরুল ইসলামের পরিবার থেকেও এ বিষয়ে খুব প্রকাশ করেছেন। নজরুলের নাতনি খিলখিল কাজী এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘তীব্র নিন্দা জানাই এই বিখ্যাত গান যা ব্রিটিশ বিরোধী আন্দোলন কে বেগবান করেছিল।’
বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চললেও এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ আর রাহমান।
‘পিপ্পা’ সিনেমাটি ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনের ওপর তৈরি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলেন তিনি। বাংলাদেশের জন্য তার বীরত্বটাই মূলত উঠে এসেছে এই সিনেমাটির মাধ্যমে।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: