ভোটগ্রহণ চলাকালীন বিজেপি প্রার্থীকে দুষ্কৃতীদের লাথি
Автор: NAJORE BANGLA নজরে বাংলা
Загружено: 2019-11-25
Просмотров: 30
Описание:
মলয় দে, নজরে বাংলা, করিমপুর (নদীয়া) : নদীয়া জেলার করিমপুর উপনির্বাচন কেন্দ্রের ভোটগ্রহণ সকাল থেকেই উত্তপ্ত ছিল। সকাল থেকে করিমপুর কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা ভোট লুট করতে একত্রিত হয়েছে। খবর পেয়ে ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদার হাজির হন এবং দুষ্কৃতীদের বাধা দিতে গেলে রাস্তার উপর ক্ষিপ্ত জনতা ধাক্কাধাক্কি শুরু করে। এরপর দেখা যায় এক ব্যক্তি জয়প্রকাশকে লাথি মারলে এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার রাস্তার পাশের জঙ্গলে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। যদিও উপস্থিত পুলিশকর্মীরা ওই ব্যক্তিকে তাড়া করে বহুদূর নিয়ে যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূল অবশ্য কোনো মন্তব্য করতে চাইনি।
সোমবার ছিল রাজ্যের তিন কেন্দ্র নদীয়া জেলার করিমপুর, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সদর এবং উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে চলছে গড় রক্ষার লড়াই।
পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। গত 31 মে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের মৃত্যুতে ওই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিপিআইএম সমর্থিত কংগ্রেসের ধৃতশ্রী রায়, তৃণমূল কংগ্রেসের তপন দেব সিনহা, বিজেপির কমল চন্দ্র সরকার।
নদীয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র সাংসদ হয়ে যাওয়ায় এই জেলার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীরা হলেন কংগ্রেস সিপিএম জোটের গোলাম রাব্বানী, তৃণমূল কংগ্রেসের বিমলেন্দু সিংহ রায় এবং ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদার।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ যে বিধানসভা আসনের বিধায়ক ছিলেন সেই কেন্দ্রটি হল খড়গপুর সদর। পশ্চিম মেদিনীপুর জেলার এই বিধানস ক্ষেত্রের উপনির্বাচনে মূলত চারজনের মধ্যে। বিজেপির প্রেম চন্দ্র ঝাঁ, কংগ্রেস-সিপিএমের জোট প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল তৃণমূলের প্রদীপ সরকার ও বিজেপির বহিস্কৃত নেতা প্রদীপ কুমার পট্টনায়েক বিজেপি বাঁচাও পার্টি নামে একটি তৈরি করেছেন।
অন্যদিকে, এদিন সকালে ভোট শুরু হতে না হতেই, করিমপুরের লক্ষ্মীপুর 39 নম্বর বুথে বিজেপি এজেন্ট অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির প্রার্থী ওই বুথে যান।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: