গজার মাছের পোনা পোনা উৎপাদন পদ্ধতি, মাছের ডিম থেকে পোনা তৈরির কৌশল, গজার মাছ, মাছ চাষ, মাছ, breeding
Автор: MK Knowledge BD
Загружено: 2022-01-19
Просмотров: 18290
Описание:
গজার মাছ সমাচার:-
গজার মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ। মাছটিকে ইংরেজিতে great snake head বলে।গজার মাছকে কেউ কেউ অঞ্চল ভেদে গজাল, সাল,গাজরি প্রভৃতি নামে ডাকে। এই মাছের বৈজ্ঞানিকনাম Channa marulias গজার মাছ ৫ থেকে ৬ফুট দৈর্ঘ্য পর্যন্ত হয়। এই মাছ মিষ্টি জলের মাছ।
সাধারণত নদী ,খাল,পুকুর, বিল প্রভৃতি জায়গাতেই এই মাছ দেখতে পাওয়া যায়।এই মাছকে একক ভাবে চাষ করতে পারলে ভাল হয়।কেননা গজার মাছ একটি রাক্ষুসে মাছ। এই মাছ গুলি স্বজাতিভুক।বড় মাছেরা ছোট মাছ গুলিকে শিকার করে।গজার মাছের দেহের সামনের দিকটা চোঙাকৃতির মতো এবং পিছনের দিকটি চাপা। এই মাছেরা দেহের রঙ ,বয়স, বাসস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের হয়। এরা বর্ষাকালে ভাসমান আগাছার উপর ডিম পারে । ডিম ফুটে বাচ্চা বের হতে ৩৬-৪৮ ঘণ্টার মত সময় লাগে।
গজার মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ। তবে বর্তমানেএই মাছ খুব একটা দেখতে পাওয়া যায় না।আকারের দিক থেকে এরা মাঝারি সাইজের হয়।স্বাস্থ্যের পক্ষেও গজার মাছ খুব উপকারী।গজার মাছ পায়খানা কথায় এবং শরীরের শক্তি বাড়ায়।
প্রচুর পরিমাণ-এ পাওয়া গেলেও বর্তমানে শতকরা দুই থেকে পাঁচের কোঠায় নেমে এসেছে। গজার মাছ এখন প্রায় বিলুপ্তির পথে।অন্যান্য মাছ যেভাবে খামারে চাষ করা হয় গজার মাছের চাষ সেভাবে করা হয় না।এই মাছ ধরে রাখা ও চাষাবাদের মাধ্যমেই গজার মাছের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। গজার মাছ সংখ্যায় কমে যাওয়ার আর একটা কারণ ।বাংলার নিম্ন অঞ্চলের কিছু মানুষ গজার মাছ কে অমঙ্গলের প্রতীক বলে মনে করে।
#greatsnakeheadfish
#গজারমাছেরপোনা
#গজারমাছচাষপদ্ধতি
#গাজারমাছ
#snakeheadfish
#মাছেরডিমথেকেপোনাতৈরিরকৌশল
#মাছেরডিমথেকেবাচ্চাফুটানোরপদ্ধতি
#মাছেরডিমফুটানোরপদ্ধতি
#রেণুচাষপদ্ধতি
#মাছচাষ
#মাছেরডিমথেকেবাচ্চাফুটানোরবিভিন্নপদ্ধতি
#পুকুরেমাছচাষপদ্ধতি
#মাছেরপোনা
#কিভাবেমাছেরডিমফুটানোহয়
#মাছেরপোনাকোথায়পাওয়াযায়
#পুকুরেমাছচাষ
#পোনাচাষপদ্ধতি
#মাছ
#মাছচাষপদ্ধতি
#মাছেরচাষ
#মাছেরডিম
#মাছেররেণুচাষপদ্ধতি
#রেণুচাষ
#কাতলামাছচাষপদ্ধতি
#সিলভারকার্পমাছচাষপদ্ধতি
#শিংমাছেরখাবার
#শোলমাছচাষ
#renuponachas
#rohufishcurry
#machchas
#machchaspoddhoti
#মলামাছ
#কোনমাছচাষেলাভবেশি
#মলামাছেররেসিপি
#মাছচাষেরআধুনিকপদ্ধতি
#পাবদামাছ
#মাছেরখামার
#পাবদামাছচাষপদ্ধতি
#গুতুমমাছ
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: