যে শহরে নেই মানুষের বসবাস! Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-10-21
Просмотров: 392
Описание:
বিশ্বে এমন এক শহর আছে যেখানে কোনো মানুষ নেই, আছে শুধু নীরবতা আর ইতিহাসের প্রতিধ্বনি। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ধ্বংসপ্রায় বাড়িঘর, গির্জা আর নীল রঙের দেয়াল, যেন বলে যায় এক হারিয়ে যাওয়া সময়ের গল্প।
এক সময় যেখানে ছিল মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ছোট ছোট সড়ক ও লোকালয়। উঁচু পাহাড়ের ঢালে নেমে আসা এই নিস্তব্ধ শহর থেকে এখন কানে ভেসে আসে শুধু অতীতের শব্দ। ফাঁকা ঘর, ধ্বংসপ্রায় গির্জা আর নীলচে দেয়ালে সূর্যের আলো পড়লে মনে হয়, যেন জীবন্ত হয়ে উঠবে অতীতের জনজীবনের স্মৃতি। শহরের মাঝে প্রাচীন ঝরনা। এখান থেকেই নীল এজিয়ান সাগরের জলরাশি চোখে পড়ে। অথচ গত ১০০ বছর ধরে শহরটিতে থাকে না কোনো মানুষ!
পরিত্যক্ত এই শহরের নাম কায়াকোয়, তুরস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এক জনপদ। এক সময় এটি ছিল ব্যস্ত গ্রিক শহর লেভিসি, যেখানে প্রায় ১০ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিষ্টান শান্তিপূর্ণভাবে বাস করতেন। কিন্তু ১৯২২ সালের গ্রিক-তুর্কি যুদ্ধের পর ইতিহাস এক রাতেই শহরটিকে পরিণত করে ভূতের নগরীতে। একদিকে গ্রিকরা দেশ ছাড়ে, অন্যদিকে নতুন করে আসা তুর্কিরা এখানে থাকতে অস্বীকার করে। ফলে থেমে যায় কায়াকোয়ের জীবনচক্র।
আজ এই শহর পরিণত হয়েছে পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে। ভগ্নপ্রায় বাড়ির দেয়ালে এখনও দেখা যায় নীল রঙের ছোপ, যা একসময় সাপ-বিচ্ছু তাড়ানোর জন্য লাগানো হতো। গ্রীষ্মে রোদে ঝলমলে পাথরের দেয়াল, আর শীতে কুয়াশার চাদরে ঢাকা উপত্যকা; সব মিলিয়ে কায়াকোয় এখন যেন হিমায়িত সময়ের প্রতিচ্ছবি।
শহরের বাসিন্দাদের মধ্যে খুব অল্পসংখ্যক এখনও জীবিত আছেন। তাদের মধ্যে একটি পরিবার কায়াকোয়র প্রধান প্রবেশপথের কাছে একটি ছোট রেস্তোরাঁ চালায়। হারানো শহরটি দেখতে আসা পর্যটকদের জন্য জলখাবার পরিবেশন করে রেস্তোরাঁটি। একসময়ের ব্যস্ত কায়াকোয় এখন কেবল আর একটি ধ্বংসাবশেষ নয়, এটি এক শতাব্দী আগের এক যুগের স্মৃতি, যেখানে আজও থেমে আছে সময়।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
⨳𝗛𝗮𝘀𝗵𝘁𝗮𝗴𝘀⨳
#bijoytv #news #নিউজ #বিজয় #বিজয়_টিভি #bijoytvnews #banglanews #newsbangla #bdnews #newsbd
⨳𝗞𝗲𝘆𝘄𝗼𝗿𝗱𝘀⨳
latest bangladeshi news | বিজয়_টিভি | Bijoy TV | Bijoy TV news | আজকের খবর | Bijoy | bangla songbad | বাংলা সংবাদ | news | news today | খবর | নিউজ | Bangla News | Bangladeshi television | Live News | Live TV
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: