'ইস্পাহানি মির্জাপুর চা ইন্সটিগ্রাফি টু পয়েন্ট ও'। ✨☕
Автор: Her Foodie Blog
Загружено: 2024-05-02
Просмотров: 29
Описание:
আর কি চাই! ইস্পাহানি মির্জাপুর চা-এর প্রতি চুমুকেই লাইফটা ভরপুর।
আর এই ভরপুর মুহূর্তগুলো আবারও শেয়ার করার উপলক্ষ নিয়ে চলে এসেছে...
'ইস্পাহানি মির্জাপুর চা ইন্সটিগ্রাফি টু পয়েন্ট ও'। ✨☕
বন্ধুদের সাথে টং-এর আড্ডায়, ঘুরতে যাওয়ার পথে এক কাপ চা হাতে, ছুটির দিনে কাটানো অলস দুপুরে কিংবা যেকোনো সময় যেকোনোখানে, ইস্পাহানি মির্জাপুর চা-এর সাথে কাটানো ভরপুর মুহূর্তগুলোর ছবি, ভিডিও, রিলস কিংবা শটস শেয়ার করুন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবে।
সেরা ইনস্টিগ্রাফার হয়ে আপনি জিতে নিতে পারেন স্মার্টফোন-সহ আকর্ষণীয় সব পুরস্কার।
তবে হ্যাঁ, মনে রাখতে হবে,
পোস্টের ক্যাপশনে #InsTeagraphy2Point0 #IspahaniMirzaporeTea #BhorpurMoments ব্যবহার করতে হবে।
ভিডিও'র ক্ষেত্রে, অর্থাৎ রিলস, শটস কিংবা টিকটকে এই ভিডিও'র গানটি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে হবে।
ছবি বা ভিডিওতে অবশ্যই ইস্পাহানি মির্জাপুর চা থাকতে হবে।
যে প্ল্যাটফর্ম থেকে সাবমিট করা হচ্ছে, ইস্পাহানি মির্জাপুর চা-এর সেই প্ল্যাটফর্ম এর প্রোফাইল ক্যাপশনে মেনশন করতে হবে।
প্রোফাইলের প্রাইভেসি অপশন 'পাবলিক' রেখে শেয়ার করতে হবে।
ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ইস্পাহানি মির্জাপুর চা ক্যাম্পেইনে সাবমিটকৃত ছবি বা ভিডিও ব্যবহারের সব অধিকার সংরক্ষণ করেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: