বৈজ্ঞানিক চেষ্টায় বিলুপ্তির পথে থাকা ‘নারকেলি চেলা’ ফিরে এলো নতুন জীবনে!
Автор: Agronomy Bangladesh
Загружено: 2025-10-21
Просмотров: 3
Описание:
পুরাতন ব্রহ্মপুত্রের শাখানদী কাঁচামাটিয়া—যে নদীর বুকে একসময় লাফিয়ে খেলত চেলা-বাঁশপাতা মাছ, আজ প্রায় শুকিয়ে যাওয়া ক্ষীণ স্রোতের নদী। এই নদীতেই মিলত ছোট্ট এক দেশীয় মাছ—‘নারকেলি চেলা’। এখন সেটি বিলুপ্তির পথে। তবে আশার খবর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা দেশে প্রথমবারের মতো সফলভাবে এর কৃত্রিম প্রজনন ঘটিয়েছেন।
মিঠা পানির মাছ ‘নারকেলি চেলা’ (Salmastoma bacaila) দেহে রুপালি ঝিলিক, আকারে ছোট, কিন্তু পুষ্টিতে ভরপুর। একসময় দেশের নদী-খাল-বিলে প্রচুর দেখা যেত এ প্রজাতি; এখন সংকটাপন্ন। গবেষণায় দেখা গেছে, মে-জুলাই প্রজননকাল হলেও অক্টোবর-নভেম্বর ও জানুয়ারি-ফেব্রুয়ারিতেও ডিম ছাড়ে এরা। এক মা-মাছ ২৪ হাজার পর্যন্ত ডিম দেয়।
২০২২ সালে রংপুরের চিকলী নদী থেকে সংগ্রহ করা নারকেলি চেলা সফলভাবে প্রজনন করায় গবেষণার নতুন দ্বার খুলেছে। তবে এখনো এর চাষ প্রযুক্তি উদ্ভাবিত হয়নি। বিজ্ঞানীরা বলছেন, যদি চাষ প্রযুক্তি উদ্ভাবন করা যায়, তবে এই পুষ্টিকর মাছের পোনা হ্যাচারি থেকে সরবরাহ করে হাওর-বিলে ছাড়ানো সম্ভব হবে।
৭০০–৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া এই ছোট মাছ প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ ও ভিটামিন–এ-তে ভরপুর। শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্য অত্যন্ত উপকারী নারকেলি চেলার চচ্চড়িও বেশ জনপ্রিয়।
অতীতে হারিয়ে যাওয়া নদীর স্মৃতির মতো এই ছোট মাছটিও হয়তো একদিন আবার ফিরবে আমাদের রান্নাঘর ও হাট-বাজারে—বিজ্ঞানীদের হাত ধরে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: