হাটবারে, রুমা বাজারে কি কি পাওয়া যায়? || Chorki The Traveler
Автор: CHORKI THE TRAVELER
Загружено: 2021-07-07
Просмотров: 197
Описание:
বান্দরবান থেকে রুমা বাজার এর দূরত্ব ৪৮ কিলোমিটার। লোকাল বাস কিংবা চাঁন্দের গাড়ি/জীপে করে রুমা বাজার যাওয়া যায়। বাসে যেতে হলে বান্দরবানের রুমা বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে ১ ঘন্টা পর পর বাস রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া ১২০ টাকা, সময় লাগবে ৩ ঘন্টার মত। দলগত ভাবে গেলে রুমা বাজার যেতে পারেন জীপ/চান্দের গাড়িতে করে। এক গাড়ীতে ১০-১৫ যাওয়া যায়। বান্দরবান শহরের জীপ স্টেশন থেকে ৩০০০-৪০০০ টাকা ভাড়ায় গাড়ি নিতে হবে। জীপে করে গেলে সময় লাগবে ২ ঘন্টার মত। যদিওবা আমি গিয়েছিলাম মোটরবাইকে। সময়, আনুমানিক ২ ঘন্টার মত লেগেছিল বান্দরবন শহর থেকে। সময়টা ছিল ২০২০ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে।
সাধারনত রুমা উপজেলার সাপ্তাহিক বাজার বসে সোমবার। আমার সেই বাজারটা ভ্রমনের সৌভাগ্য হয়েছিল।
পাহাড়ি ফলমূল- শাকসবজি ছাড়াও সাংগু নদীর শামুক-ঝিনুক, শুটকীসহ ইত্যাদি পন্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
রুমা বাজার সম্পর্কে বিস্তারিত জানতে, ভিডিওটি দেখুন....
Tages:
#Rumabazar
#chorki
#bandorbon
#ruma
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: