মারমা ঐতিহ্য পাদেসা (ঈ) কাঃ ওয়িপ্পাসী বৌদ্ধ বিহার "আপার পেরাছড়া খাগড়াছড়ি সদর।
Автор: Chingsamongmarma07@gmail
Загружено: 2025-11-05
Просмотров: 36
Описание:
কল্পতরু দান
কল্পতরু কি ও কেন দান করা হয়....?
এই দানের মাধ্যমে কি ফল লাভ হয়....?
যেই বৃক্ষ হইতে কল্পনানুযায়ী দ্রব্য পাওয়া যায় কল্পতরু বলে। বাঁশ অথবা গাছ দিয়া বৃক্ষের অনুরূপ মনোরম কাঠামো তৈয়ার করিতে হয়। তাহা পুষ্প ও রঙ্গীন কাগজে সুসজ্জিত করিতে হয়। কল্পতরুতে ইচ্ছানুযায়ী দানীয় দ্রব্য, ভিক্ষু অথবা বিহারের বাব্যহার্য্য ছোট বড় যাবতীয় দানীয় দ্রব্যে সজ্জিত করিলেই তাহা কল্পতরু নামে অভিহিত হয়।
সিংহল, বার্মা ও শ্যাম প্রভৃতি শাসন প্রতিরূপ দেশে প্রত্যেক বিহারে বৎসরে ৫-৭ বার এইরূপে কল্পতরু দানোৎসব সম্পন্ন হইয়া থাকে। বর্তমানে বাংলাদেশে অনেক বিহারে কঠিন চীবর দানানুষ্ঠান ব্যতীত অন্য যে কোন ধর্মীয় অনুষ্ঠানে কল্পতরু দান করা হয়। কল্পতরু দান এর পুণ্য-স্মৃতি অন্তরে রেখাপাত হলে মৃত্যুর সময় সেই কুশল কর্ম নিমিত্ত নিয়ে মারা গেলে মানুষ সুগতি লাভ করে। জনৈক ভিক্ষু পূর্বজন্মে কল্পতরু দান করিয়া কি মহাফল ভোগ করিয়াছেন, তিনি অহরত হইয়া দিব্য দৃষ্টিতে দর্শন পূর্বক কল্পতরু দানের ফল বর্ণনা করিলেন।
কল্পতরু দানের ফল বর্ণনা :
১. আমি সিদ্ধার্থ ভগবানের শ্রেষ্ঠ ধাতু-স্তুপ সম্মুখে বিচিত্র বস্ত্রাদি ঝুলাইয়া দিয়া একটি কল্পতরু স্থাপন করিয়াছিলাম।
২. আমার সেই কর্মের ফলে আমি দেব-মনুষ্য কুলের যে কোন স্থানে উৎপন্ন হই না কেন, আমার গৃহদ্বারে সর্বদা কল্পতরু উৎপন্ন হইয়া শোভা পাইত।
৩. আমি আমার পরিষদবৃন্দ এবং আমার আর অন্যান্য আশ্রিত, আমরা সকলেই ঐ কল্পকরু হইতে ইচ্ছানুরূপ বস্ত্র গ্রহণ করিয়া সর্বদা ব্যবহার করিতাম।
৪. আমি চুরানব্বাই কল্প পূর্বে যেই কল্পতরু স্থাপন করিয়াছিলাম। তৎপুণ্য-ফলে দুর্গতি কি, তাহা জানি না। ইহা কল্পতরু দানেরই ফল।
৫. এই হইতে সপ্তম কল্প পূর্বে সুচেল নামক ক্ষত্রিয় হইয়া আটবার জন্মগ্রহণ করিয়াছি। সেই আটবার সপ্তরতœসম্পন্ন ও সৈন্য-সামন্ত মহা পরাক্রমশালী চক্রবর্ত্তী রাজা হইয়াছি।
৬. এখন সেই কৃত কর্মের ফলে চতুর্বিধ প্রতিসম্ভিদা, অষ্ট বিমোক্ষ ও যড়বিধ অভিজ্ঞাসম্পন্ন অহরত্ব জ্ঞান লাভ করিয়াছি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: