মানিকগঞ্জ জেলা। Manikganj
Автор: Sheza News
Загружено: 2025-08-31
Просмотров: 346
Описание:
মানিকগঞ্জ
এই জেলাতে জম্ম হয়েছে অনেক গুনি মানুষের, বাংলাদেশের মানুষ এই জেলার ছেলেদের এক সময় মিয়া ভাই ও মানিক বলে ডাকতেন।
মানিকগঞ্জ বাউল গান, হাজারি গুরের জন্য রয়েছে অনেক সুনাম,মানিকগঞ্জ জেলার মানুষ রসিক, বিনোদন প্রেমী, ও সহজ সরল।
আত্মীয়তা ও উদার মনের দিকেও মানিকগঞ্জের মানুষের সুনাম রয়েছে।
এই জেলাতে জম্ম হয়েছি অনেক বিশিষ্ট মানুষের, যারা মানিকগঞ্জের চাইতেও অন্য সব জেলার জন্য অনেক কিছু করে গেছেন, শুধু মানিকগঞ্জকে বাংলাদেশের মধ্যে পরিচিত করার জন্য।
এত এত উদারতা থাকা সত্ত্বেও এই জেলা ঢাকার এত কাছে হয়েও উন্নয়নের দিকে অনেক টাই পিছিয়ে।
মানিকগঞ্জ জেলা একটা সময় ছিল, বাংলা চলচ্চিত্রের প্রযোজ, পরিচালকদের পছন্দের জেলা, বাংলা সিনেমা মানেই তখন শুটিং হতো মানিকগঞ্জে।
কালের বিবর্তনে কিছু অসৎ মানুষের হাত পরাতে, আস্তে আস্তে হারিয়ে ফেলছে মানিকগঞ্জ তার সৌন্দর্য। নিয়ম নীতি না মেনে তোলা হচ্ছে অবৈধ বালু, ধ্বংস হচ্ছে মানিকগঞ্জে নদী। এভাবে চলতে থাকলে এক সময় মানিকগঞ্জের সৌন্দর্য শেষ হয়ে যাবে।
#মানিকগঞ্জ #manikgonj
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: