কিশোরগঞ্জ -১ আসনে উৎসব মুখর পরিবেশে চলছে নৌকার প্রচার প্রচারণা | Kishoreganj Sadar Election 2024
Автор: KISHOREGANJ POST
Загружено: 2024-01-05
Просмотров: 103
Описание:
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এ ছাড়া গানের তালে-তালেও ভোট চাওয়া হচ্ছে নির্দিষ্ট মার্কার পক্ষে। পোস্টারে ছেয়ে গেছে সড়কপথসহ বিভিন্ন অলি-গলি। তবে প্রচারণার ক্ষেত্রে নৌকা মার্কার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা-চায়ের দোকানসহ সর্বত্রই আলোচনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।
স্বাধীনতার পর থেকেই কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ এর শক্ত ঘাটি। এবারো সব ছাপিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। প্রচারণায় সব থেকে এগিয়ে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও সমর্থকরা । কিশোরগঞ্জ -১ আসনে নৌকার মাঝি ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি) । তুমুল জনপ্রিয়তা থাকার পরেও তিনি ও তাঁর সমর্থকরা ব্যস্ত সময় পার করছে ভোটের মাঠে ।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন এবং শহীদ সৈয়দ নজরুল মেয়ে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে কিশোরগঞ্জ বাসীর স্বপ্ন পূরণে রাজনীতিতে আসেন। কর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি) দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন রাজপথে। তাঁর সমর্থকরা ও কর্মীরা সকল শ্রেনী পেশার মানুষের কাছে ভোট চাইছে । নির্বাচনে নৌকার প্রার্থীর হয়ে কিশোরগঞ্জ জেলা যুবলীগের অন্যতম সাহসী নেতা আল জুবায়েদ খান নিয়াজ এর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রতিদিন নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালাচ্ছেন। কখনো তিনি মোটর সাইকেল শো-ডাউন মিছিল করছেন, আবার জনসাধারণের কাছে গিয়ে নৌকার হয়ে গণসংযোগ করছেন। প্রচারণায় শান্তিপূর্ণ ভাবে মিছিল,লিফলেট বিররণ এবং ঘরে ঘরে নৌকার ভোট ও ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি) কিশোরগঞ্জ ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভাবনা তুলে ধরছেন । তিনি জেলা আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে শহরের মূল সড়ক ধরে প্রচার প্রচারণায় মুখোড় থাকেন দিনভর। জেলা যুবলীগ নেতা আল জুবায়েদ খান নিয়াজ এর নেতৃত্বে শুধু তাদের দলীয় সর্মথক নয় সর্ব সাধারণে অংশগ্রহণে নৌকার প্রচারণা রূপ নিচ্ছে জনসমুদ্রে । স্থানীয়রা বলছে, কিশোরগঞ্জ জেলা মানেই আওয়ামীলীগ এবং বর্তমান সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি)।
#রাজনীতি #নির্বাচন #নিউজ #আওমীলীগ #যুবলীগ #কিশোরগঞ্জ্জেলাযুবলীগ #নৌকা #সংসদ #সংবাদ #কিশোরগঞ্জ_পোস্ট
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: