বিএনপি থেকে মনোনয়ন পেলেন ইলিয়াস আলী ! ১২ বছর পর দলে ফেরায় বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান !!
Автор: UB News
Загружено: 2026-01-17
Просмотров: 43133
Описание:
বিএনপি থেকে মনোনয়ন পেলেন ইলিয়াস আলী ! ১২ বছর পর দলে ফেরায় বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান !!
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস আলীকে ১২ বছর ৯ মাস পর জীবিত উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। খুলনার দৌলতপুর এলাকার একটি পরিত্যক্ত গুদামঘর থেকে বিশেষ অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। র্যাবের মহাপরিচালকের সংবাদ সম্মেলনে এই ঘটনা নিশ্চিত করা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই সারাদেশে উৎসবের আমেজ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে হাজারো নেতাকর্মী জড়ো হয়ে আনন্দ মিছিল করেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর ২০২৫-এ দেশে ফিরে এসেছেন এবং এখন বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন, তিনি নিজে ইলিয়াস আলীকে বুকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
তারেক রহমান বলেছেন, “ইলিয়াস ভাইয়ের ফিরে আসা গণতন্ত্রের বিজয়। ১২ বছরের অন্ধকার অধ্যায়ের অবসান। দল সিলেট-২ আসন থেকে তাকেই নির্বাচনী মনোনয়ন দিচ্ছে। তিনি জয়ী হয়ে সিলেটের মানুষের সেবা করবেন।” ইলিয়াস আলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি জানতাম আমার দল আমাকে ভুলবে না। কষ্টের দিনগুলো শেষ। এখন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নামব।”
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা ও ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস আবেগাপ্লুত। লুনা বলেন, “আমরা প্রতিদিন প্রার্থনা করেছি। আজ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন।” র্যাব জানিয়েছে, উদ্ধার অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে—কে বা কারা তাকে এতদিন আটকে রেখেছিল।
এই ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য বড় প্রতীকী জয়। ইলিয়াস আলী সিলেটের জনপ্রিয় নেতা ছিলেন। তার ফিরে আসা দলের কর্মীদের মনোবল বাড়াবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি গুম-খুনের অধ্যায়ে একটি ইতিবাচক সমাপ্তি। লাখো নিখোঁজের স্বজনদের জন্য আশার আলো।
#ইলিয়াসআলী #তারেকরহমান #বিএনপি #র্যাবউদ্ধার #নিখোঁজনেতা #জীবিতফিরে #সিলেট২ #নির্বাচনমনোনয়ন #বাংলাদেশরাজনীতি #গুমেরশেষ #তারেকফিরেছেন #BNP #TariqueRahman #IlyasAli #RAB #BangladeshNews #Election2026 #জয়বাংলা #গণতন্ত্র #আশারআলো
সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।
#ub_news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: