কাস্টমার ধরে রাখার সহজ কৌশল 💡 | ছোট ব্যবসার জন্য বড় টিপস
Автор: UDDOGTAR DIARY
Загружено: 2025-10-15
Просмотров: 528
Описание:
একটা ব্যবসা শুধু নতুন কাস্টমার পাওয়ার উপর টিকে থাকে না,
বরং পুরোনো কাস্টমারকে ধরে রাখার দক্ষতার উপরই সফলতা নির্ভর করে।
নতুন গ্রাহক পাওয়া যেমন কঠিন,
তার থেকেও কঠিন হচ্ছে — একজন পুরোনো গ্রাহককে বিশ্বাসে রাখা।
কিন্তু যদি তুমি কিছু ছোট কৌশল মেনে চলো,
তাহলে খুব সহজেই কাস্টমারদের মনে জায়গা করে নিতে পারবে 👇
---
🧠 ১. যোগাযোগ রাখো, বিক্রি নয় শুধু সম্পর্ক গড়ো
প্রোডাক্ট বিক্রি করার পর সম্পর্ক শেষ নয়।
হয়তো একটা মেসেজ, “পণ্যটি কেমন লাগলো?” — এতটুকুই যথেষ্ট।
গ্রাহক বুঝবে তুমি শুধু বিক্রেতা নও, যত্নশীল উদ্যোক্তা।
---
🎁 ২. ছোট সারপ্রাইজ দাও
পরের অর্ডারে ছোট গিফট, ধন্যবাদ কার্ড বা ডিসকাউন্ট কুপন —
এই ছোট ছোট উদ্যোগই গ্রাহকের মনে বড় প্রভাব ফেলে।
মানুষ “অপেক্ষা না করা ভালোবাসা” কখনও ভুলে না।
---
📞 ৩. ফিডব্যাক নাও ও সেটাতে কাজ করো
গ্রাহকের মতামত শুনো।
যেখানে সমস্যা বলবে, সেটাই তোমার উন্নতির রাস্তা দেখাবে।
তাদের ইনপুটকেই তোমার ব্র্যান্ডের গাইড বানাও।
---
💬 ৪. সোশ্যাল মিডিয়ায় তাদের যুক্ত রাখো
যারা একবার তোমার থেকে কিছু কিনেছে,
তাদের পেজে ট্যাগ করো, রিভিউ নিতে বলো,
বা “গ্রাহকের গল্প” নামে একটা ছোট সিরিজ চালাও —
মানুষ নিজের নাম দেখা বা শোনা ভালোবাসে।
---
❤️ ৫. আন্তরিকতা ও আস্থা তৈরি করো
কাস্টমার টাকার জন্য ফিরে আসে না,
তারা ফিরে আসে বিশ্বাসের জন্য।
তোমার আচরণ, সাড়া দেওয়ার গতি, এবং সততা —
এই তিনটাই তোমাকে আলাদা করবে অন্যদের থেকে।
---
🔚 শেষ কথা:
তুমি যদি ১০০ জন নতুন গ্রাহক পাও,
তাদের মধ্যে মাত্র ৩০ জনকে ধরে রাখতে পারলে
তোমার ব্যবসা ৩ গুণ দ্রুত বাড়বে!
👉 তাই “বিক্রি” নয়, “বিশ্বাস” তৈরি করো।
কারণ বিশ্বাসই হলো সবচেয়ে দামি মার্কেটিং।
#উদ্যোক্তারডায়েরি
#CustomerRetention
#BanglaBusiness
#MarketingTips
#BusinessMotivation
#EntrepreneurBangla
#CustomerLoyalty
#BusinessGrowth
#StartupTips
#CustomerService
#BusinessStrategy
#SmallBusinessBangla
#MarketingInBangla
#BusinessInspiration
#TrustInBusiness
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: