ধনে পাতা। টবে ধনে পাতা চাষ। ধনিয়া পাতা চাষ পদ্ধতি। Coriander plant । grow coriander plant at home।
Автор: ARUN MANDAL grower
Загружено: 2021-03-08
Просмотров: 989
Описание:
@arunmandalgrower
ধনে পাতা চাষ। টবে ধনে পাতা চাষ। ধনিয়া পাতা চাষ পদ্ধতি। how to grow coriander plant at home।
টবে বা ঝুড়িতে। বাজার থেকে খাবার জন্য যে ধনিয়া কেনা হয় সেটা ভালো হলেই হবে। ধনিয়া গুলো দু ভাগ করে নেওয়া যায়। কম পক্ষে ২৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন । তারপর মাটিতে বপন করুন। আমি এখানে প্লাস্টিকের ঝুড়িতে চাষ করেছি। আপনারা টব বা অন্য কোন পাত্র ব্যবহার করতে পারেন। তবে খরচের দিক টা লক্ষ্য রাখতে হবে।৫০ভাগ মাটি, ৩০ভাগ গোবর সার,২০ভাগ বালি ও ৩ চামচ সরিষার খৈল গুঁড়া দিয়েছি। রাসায়নিক সার ব্যবহার করবেন না তাহলে পোকার আক্রমন হবে। বীজ বপন করার পর এক দিন বাদে বাদে জল দিতে হবে পরিমাণ মত। মাটির অবস্থা বুঝে। সব চারা বের হয়ে যার পর সরিষার খৈল ভিজানো জল দিতে হবে ৭ দিন বাদে বাদে। কম পক্ষে ৪ দিন ধরে ভিজিয়ে রাখা খৈল জলে গুলে হালকা করে নিয়ে গাছে দিতে হবে। ৩০ দিন বাদে ধনিয়া পাতা সংগ্রহ করা যায়। গাছ যত হালকা করে দেওয়া হবে তত বেশি বড় হবে। পযায়ক্রমে চাষ করলে সারা বছর ধনিয়া পাতা সংগ্রহ করা যায়। আমার থেকে ও আপনারা ভালো করে চাষ করতে পারেন এটা একটা ধারণা মাত্র।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: