হযরত মুহাম্মদ (সাঃ) কে সর্বশ্রেষ্ঠ মানব বলা হয় যেসব কারনে | Prophet Muhammad | তথ্যকণিকা
Автор: তথ্যকণিকা
Загружено: 2022-08-09
Просмотров: 186
Описание:
হযরত মুহাম্মদ (সাঃ) কে সর্বশ্রেষ্ঠ মানব বলা হয় যেসব কারনে | Prophet Muhammad | তথ্যকণিকা
#মহানবী #হযরত_মুহাম্মাদ_(সাঃ)
মোহাম্মাদ শব্দের অর্থই হলো প্রশংসিত। মুসলিমদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর বার্তাবাহক। এবং অমুসলিমদের মতে, তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। ৫৭০ সালে পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে, এই মহামানব জন্মগ্রহণ করেন। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে, মুহাম্মদ (সাঃ) ছিলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। কারণ তিনি আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রেই, চূড়ান্ত সফলতা অর্জন করেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে, সেখানেই বড় হন। এবং তার সততার কারণে, তৎকালীন সমাজের লোকেরা, তাকে বিশ্বাসী উপাধি দেয়। কিন্তু তিনি যখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রাপ্ত, প্রকৃত শান্তির বাণী প্রচার করতে শুরু করেন, তখন মক্কাবাসী ও তার নিজের আত্মীয়দের দ্বারা চরম নির্যাতিত হন। এরপর তাকে অন্যায়ভাবে হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে, তিনি স্থায়ীভাবে মদিনায় বসবাস করতে শুরু করেন। তার ২৩ বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন। সে সময় তিনি ইতিহাসের ও অন্যান্য বিজয়ী শাসকদের মত, প্রতিশোধ গ্রহণ করেননি। বরং যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলো, নির্মম অত্যাচার করেছিল, তার অনুসারীদেরকে বিনা কারণে হত্যা করেছিল, সেই বর্বর লোকদের উদ্দেশ্যে, তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি যা শিক্ষা দিতেন, তার জীবনের প্রতিটি মুহূর্তে তা নিজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তার মোহনীয় ব্যক্তিত্বের স্পর্শে সমগ্র আরব উপদ্বীপে শান্তি, সাম্য ও ন্যায় বিচার সু-প্রতিষ্ঠা হয়েছিল। তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন, একটি দেশ এবং একটি সরকারের আকারে। তিনি একজন অনাথ বালক থেকে, বিশাল সাম্রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত হন। কিন্তু তারপরও তার জীবনে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি। বিশাল রজতাভের পরেও, তিনি ঠিক আগে যেমন খাবার খেতেন, যেমন পোশাক পরতেন, ঠিক তেমনি চালিয়ে গেছেন। তিনি কোনো প্রাসাদ নির্মাণ করেন নি। অতিসাধারণ মাদুর বিছিয়ে, মাটিতে ঘুমিয়েছেন। এমনকি এত বড় একজন শাসক, তার জামা ছিড়ে গেলে, নতুন জামা না কিনে, তিনি নিজেই ছেড়া জামা সেলাই করে নিতেন। তিনি ছিলেন প্রকৃত ন্যায় পরায়ন এবং ন্যায্য শাসক। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বিজয়ী শাসকের মতো, তিনি তার রাজত্ব তার বংশধরদের কাছে হস্তান্তর করেন নি। তিনি বিচার করার সময়, তার বন্ধু এবং আত্মীয়-স্বজনদের প্রাধান্য দিতেন না। সকলের জন্য তার আইন ছিল সমান।
বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন....
Tag :
হযরত মুহাম্মদ (সাঃ) কে সর্বশ্রেষ্ঠ মানব বলা হয় যেসব কারনে | Prophet Muhammad | তথ্যকণিকা
তথ্যকণিকা
Totthokonika
বিশ্বনবী,
হযরত মুহাম্মদ মুস্তফা (সা.),
হযরত মুহাম্মদ (সা),
মহানবী,
নবীজী,
নবীদের জীবন কাহিনী,
নবীজী কিসের তৈরি,
হযরত মুহাম্মদ সঃ এর জীবনী,
আল কুরআন,
পবিত্র কুরআন শরীফ,
মক্কা, মদিনা শরীফ,
মসজিদে নববী,
নবীজির রওজা মোবারক,
কাবা ঘর,
ইসলাম, হযরত মুহাম্মদ (সা:), prophet muhammad, muhammad pbuh,
macca, madina, saudi arabia, hajj, হজ্জ, নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র, নবীকে নিয়ে কটুকক্তি
biography of hazrat mohammad sm in bangla
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: