জোড়া বটগাছের রহস্য | আমার গ্রামের ভয়ঙ্কর সত্য ঘটনা | Real Bangla Horror Story | Jinn Myster
Автор: Bhooter Haat
Загружено: 2025-10-11
Просмотров: 121
Описание:
আজ আপনাদের শুনাতে যাচ্ছি আমার নিজের গ্রামের এক ভয়ঙ্কর সত্য ঘটনা।
আমাদের গ্রামের নাম জোড়া বটতলা — এই গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে দুটি পুরনো বটগাছ, আর সেই গাছ দুটো ঘিরেই প্রচলিত অসংখ্য রহস্য আর ভয়ঙ্কর ঘটনা।
বলা হয়, সন্ধ্যার পর কেউ ওই পথে একা যায় না।
যারা গেছে, তারা সবাই বলেছে — শরীর ভারী হয়ে যায়, চোখের সামনে কিছু না কিছু নড়াচড়া করে, আর হঠাৎই ঘটে দুর্ঘটনা।
প্রতিবছর দুই-তিনটা বড় এক্সিডেন্ট হতো — আর মানুষ মারা যেত।
রাস্তা একদম সোজা, ভালোভাবে পাকা — কিন্তু দুর্ঘটনা হতো ঠিক বটগাছের কাছেই।
সবাই বলত, সেখানে জিনের বসবাস।
অনেক কবিরাজ, হুজুর, পীর এসে দোয়া-কালাম করেছেন, কিন্তু সমাধান হয়নি।
অবশেষে এক হুজুর বললেন — গ্রামের সবাই মিলে এতিম শিশুদের খাওয়াতে হবে, তারপর দোয়া করতে হবে।
সেদিন গ্রামের মানুষ একত্র হলো, মিলাদ মাহফিল হলো, এতিম বাচ্চাদের খাওয়ানো হলো।
তারপর থেকেই সবকিছু শান্ত হয়ে যায়।
এই ঘটনাটা একশ শতাংশ সত্যি।
আজও আমাদের গ্রামের মানুষ এ ঘটনার সাক্ষী।
তুমি চাইলে নিজেই এসে যাচাই করতে পারো। 🌙
👉 যদি গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই –
👍 লাইক দিও
💬 কমেন্ট করে জানাও কেমন লাগল
📤 বন্ধুদের সঙ্গে শেয়ার করো
🔔 আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না!
#বাংলা_ভৌতিক_গল্প #BanglaHorrorStory #RealHorrorStory #VillageMystery
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: